নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - ফের সামনে এলো শাসকদলের গোষ্ঠী কোন্দল। ক্রান্তি ব্লক সভাপতি মাহবুব আলমের গ্রেফতারের দাবিতে অনশনে বসলেন ব্লক সভানেত্রী তথা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মালথানার চত্বরে প্রায় ৩০ ঘন্টা ধর্নায় বসে কর্মী-সমর্থকরা। পরে মন্ত্রী ও চেয়ারম্যানের হস্তক্ষেপে অনশন উঠে যায়।
অনেকদিন ধরেই ক্রান্তি ব্লক সভাপতি মাহবুব আলমের গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেসের এসটি এসসি সেলের ক্রান্তি ব্লকের সভানেত্রী তথা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুক্তি সোরেন ও তার অনুগামীরা। এবার এই নিয়ে গত সোমবার দুপুর ৩টের থেকে ধর্নায় বসে থানার সামনে। তারপর গতকাল সন্ধ্যা ৭টার সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের অগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী তথা মাল বিধানসভার বিধায়ক বুলু চিকোবরাইক।
পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। মন্ত্রী ও চেয়ারম্যানের সঠিক তদন্তের আশ্বাসের পরে এই বিক্ষোভ তুলে নেয় কর্মী-সমর্থকরা। তবে হুঁশিয়ারি দিয়েছে ব্লক সভাপতিকে গ্রেফতার না হলে ফের ধর্নায় বসবে তারা।
এপ্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, 'অনশনকারীদের সঙ্গে আমি কথা বলি। পাশাপাশি তাদেরকে বোঝায় এই ধর্না তুলে নেওয়ার জন্য। আমাদের কথা শুনে ধর্না তুলে নিয়েছে ব্লক সভানেত্রী ও কর্মী সমর্থকরা'।
এপ্রসঙ্গে মাল পৌরসভার মন্ত্রী বুলু চিকোবরাইক জানিয়েছেন, 'আমরা বিক্ষোভকারীদের বুঝিয়েছি পুলিশের ওপর যাতে আস্থা রাখে। পুলিশ নিজের মতো তদন্ত করছে। পুলিশ যথা সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে'।
এপ্রসঙ্গে সভানেত্রী মুক্তি সোরেন জানিয়েছেন, ' মন্ত্রী ও চেয়ারম্যান দুজনেই সম্মানীয় মানুষ। তাই মন্ত্রী ও চেয়ারম্যানের আশ্বাসে আমি অনশন প্রত্যাহার করে নিচ্ছি। আমি পুলিশ প্রশাসন ও দলের ওপর ভরসা করি। তবে আগামী দিনে ব্যবস্থা না নিলে ফের ধর্নায় বসবো'।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন