নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রাস্তায় সাইড দিতে না পারায় বচসার জেরে মিনিবাসের চালক ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠল টোটো-অটো চালকের বিরুদ্ধে। দৈনন্দিন বিভিন্ন জায়গায় টোটো সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে দৈনন্দিন বচোসাও। সেই বচসার জেরে আজ সকালে আসানসোলে বন্ধ হয়ে গেল মিনিবাস চলাচল।সপ্তাহ শুরুর দিকেই আচমকাই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তির মুখে যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলে। এক মিনিবাস কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে এক অটো চালকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সমস্ত মিনিবাস কর্মীরা বাস বন্ধ করে দেয়। আসানসোলে আচমকায় মিনিবাস পরিসেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পরেছেন নিত্যযাত্রীরা।এরপরই ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC নেতৃত্বরা পৌচ্ছায়।
মিনি বাসস্ট্যান্ডের কর্মীরা জানিয়েছেন , বাস বের করতে যাওয়ার সময় শুধুমাত্র অটোচালককে রাস্তা না থাকায় সাইড দিতে না পারায় অটোচালক ক্ষুব্ধ হয়ে গাড়িতে উঠে বাসের কর্মীদের গায়ে হাত তোলেন। এরপরই সমস্ত মিনিবাস চালক ও কর্মীরা যান চলাচল বন্ধ করে দেন।
বাস চালকদের দাবি , অবিলম্বে ওই অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এর পাশাপাশি আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে যত্রতত্র ভাবে অটো লাগানো বন্ধ করতে হবে। এছাড়া বাস কর্মীরা বলেন, অটো ও টোটো চলার জন্য রাস্তায় যানজট তৈরি হচ্ছে। যেমন খুশি রাস্তায় টোটো ও অটো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। বাস চালানোর জন্য মালিকরা বিভিন্ন ধরণের কর দিয়ে থাকেন। অথচ টোটোর কোন বৈধ কাগজ নেই। একবারে বেআইনি ভাবে টোটো চলছে। পুলিশ প্রশাসন সব দেখছে, কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
আসানসল মিনি বাস অ্যাসোসিয়েশনের সভাপতি মলয় কুমার মৌলিক জনিয়েছেন, মিনিবাস চলাচল ব্যবস্থা পুরোপুরিভাবে আইনি নিয়ম বিধি মেনেই করা হয়ে থাকে। অপরদিকে অটোচালক ও টোটো চালকেরা নম্বর প্লেটবিহীন গাড়ি নিয়ে সর্বত্র যাতায়াত করছে। সামনেই চেকপোস্ট দিয়ে যাতায়াতের সময় টোটো , অটোচালকদের পাকড়াও করছে না প্রশাসন ।শুধুমাত্র মোটর বাইকের উপরেই নজরদারি করছেন। এছাড়াও দীর্ঘদিন ধরেই আসানসোল মিনি বাস স্ট্যান্ডের বাইরেই রয়েছে অটোস্ট্যান্ড । কখনোই একটি বাসস্ট্যান্ডের বাইরে অটোস্ট্যান্ড থাকতে পারে না কিন্তু বছর বছর ধরে এই অটোস্ট্যান্ড থাকার ফলেই আজ এই অশান্তির সৃষ্টি হয়েছে।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে