নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়েই মৃত্যুর সম্মুখীন এক পরিযায়ী শ্রমিক! করণদিঘীর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মাদুরাইয়ে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম নাজিমুল হক। নির্মীয়মান বিল্ডিংয়ের পাঁচ তলা থেকে নিচে পরে গিয়ে মৃত্যু শ্রমিকের। পরিবারের কর্মকর্তার এইভাবে অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ভিন রাজ্যে কাজ করে পেট চালাতেন সেই শ্রমিক। প্রতিদিনের মতো তিনি আজও মাদুরাইয়ে বিল্ডিং স্ট্রিংয়ের কাজ করতে গিয়েছিলেন, কিন্তু আচমকাই পাঁচ তলা থেকে তিনি পা পিছলে মাটিতে পরে যান। যার ফলে গুরুতর ভাবে আহত হয়েছিলেন তিনি। এরপরই সহকর্মীরা, তড়িঘড়ি ছুটে এসে আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা চলাকালীন তিনি প্রাণ হারান। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য শ্রমিক মহলে।
মৃত নাজিমুল হক উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তর্গত রসাখোয়া ১নং গ্রাম পঞ্চায়েতর দিঘলগাও কাচন গ্ৰামের বাসিন্দা । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোটা গ্ৰামে সহ পরিবারের সদস্যরা । তার স্ত্রী সহ ৪ নাবালক সন্তান রয়েছে। এই ঘটনার পরই পরিবারের লোকজন সহ স্ত্রী রেণু খাতুন প্রশাসন কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।