নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন - ফের অ্যাসেজ সিরিজে থাবা বসাল করোনা। এবার করোনায় আক্রান্ত হলেন ম্যাচ রেফারি ডেভিড বুন। এর ফলে তিনি আগামী ৫ই জানুয়ারি থেকে শুরু হতে চলা অ্যাসেজের চতুর্থ টেস্টে থাকবেন না। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাবেন স্টিভ বার্নার্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বুন মেলবোর্নেই রয়েছেন। আগামী ১০ দিন সেখানেই নিভৃতবাসে থাকবেন তিনি। সোমবার থেকে প্রতিদিন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও তাঁদের পরিবারের সবার আরটি-পিসিআর টেস্ট করা হচ্ছে’।
ডেভিড বুন ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তবুও তিনি করোনায় আক্রান্ত হওয়ায় বেশ চিন্তিত বিশেষজ্ঞরা। তবে বুনের শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ।
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫