নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - বিতর্কিত কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা করা হলেও এখনও বন্ধ হয়নি কৃষক আন্দোলন। এরই মধ্যে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি এদিন জানিয়েছেন, ফলের নূন্যতম দাম অর্থাৎ এমএসপি নিয়ে আইন তৈরি করা সম্ভব নয় এতে সরকারের ওপর চাপ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা করা হলেও কৃষকরা ঠিক করেন কৃষি বিল সম্পূর্ণভাবে প্রত্যাহার করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এরই মধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যে আগুনে ঘৃতাহুতি করেছে তা বলাই যায়।
গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এই বৈঠক শেষে তিনি জানিয়েছেন, কৃষি আইন প্রত্যাহার করা গেলেও, সমস্ত শস্যের নূন্যতম সহায়ক মূল্য নির্ধারিত করা সম্ভব নয়। কারণ এতে সরকারের ওপর অত্যাধিক চাপ সৃষ্টি হবে। এই আইন তৈরি করা হলে কেন্দ্রের উপরেই ফসল কেনার সমস্ত চাপ এসে পড়বে।
এছাড়াও তিনি জানিয়েছেন, কৃষকরা যে এখনও বাড়ি ফিরে যাননি। এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি আইন সংক্রান্ত বিষয়টি ছাড়াও বায়ুদূষণ, অবশিষ্ট ফসল পোড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
অন্যদিকে, কৃষকরা জানিয়েছেন, সংসদে আইন প্রত্যাহারের কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এমনকি এমএসপি, বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্ত দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে এর মধ্যে অনেক কৃষকই জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ছিল কৃষি বিল প্রত্যাহার করা। সেই কাজ হওয়ার পরেও আন্দোলন চালিয়ে যাওয়া অনর্থক।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন