নিজস্ব প্রতিনিধি , হুগলী - ক্ষতি পূরণের দাবিতে সমবায় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আলু চাষীরা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।আলু চাষে শস্য বিমায় ক্ষতি পূরণের শতাংশ নাকি শুন্য।বৃষ্টির জন্য আলুর ক্ষতি হওয়া সত্ত্বেও ক্ষতির পরিমান দেখানো হয়েছে শুন্য।এতেই ক্ষোভে ফেটে পরে চাষীরা। ক্ষতি পূরণ না পেলে সমবায় সমিতি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি চাষীদের।
এবারের আলু চাষের মরসুমে প্রবল বৃষ্টির কারণে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে।কিন্তু আস্তারা দত্তপুর পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে শুন্য। ফলে শস্য বীমা আওতায় নথিভুক্ত থাকলেও ঋণের উপর কোনো ছাড় পাবেন না এই অঞ্চলের চাষীরা।চাষীদের দাবি এই অঞ্চলে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আলু চাষে ক্ষতি হলেও কেন তাদের ক্ষতি পূরণের শতাংশ শুন্য দেখানো হয়েছে তার জবাব চাইতে এবং ক্ষতি পূরণের দাবিতে সমবায় সমিতি ঘেরাও করেছেন তারা।
এদিন একযোগে তিনটি সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভ দেখান আস্তারা দত্তপুর পঞ্চায়েতে এলাকার আস্তারা সমবায় সমিতি, বামুন পাড়া সমবায় সমিতি, দত্তপুর সমবায় সমিতি।এই সমিতি গুলি থেকে ঋণ নিয়ে চাষ করে কয়েক হাজার কৃষক।যদিও সমবায় সমিতির ম্যানেজারদের দাবি ক্ষতির পরিমাণের হিসাব তাদের কাছে লিখিত আকারে আসেনি।তবে চাষীদের দাবি ন্যায্য বলে শিকার করেছেন সমিতির ম্যানেজার।
এই ঘটনায় একজন আলুচাষী জানিয়েছেন,'সমিতির কাছে বিমা নেওয়া হয়েছে, আলু চাষে ক্ষতি হলে আমরা ক্ষতিপূরণ পাই। কিন্তু আমাদের এলাকার সমিতি গুলিতে আলু চাষের ক্ষতিপূরণ দেখানো হয়েছে শূন্য। অথচ বৃষ্টিতে আমাদের ৮০-৮৫ শতাংশ আলু নষ্ট হয়ে গেছে। আশেপাশের এলাকার সমিতি থেকে আলুচাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরাও আমাদের ক্ষতিপূরণ দাবি করছি সমিতির কাছে'।
ঘটনায় সমবায় সমিতির ম্যানেজার জানিয়েছেন,'আলুচাষীদের ক্ষতি হলে অবশ্যই তাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। আমরা উপর মহল কে বিষয়টি জানাবো। আমাদের কাছে এখনও ক্ষতির পরিমাণ লিখিতভাবে আসেনি। কিন্তু আমরা এই চাষীদের দাবিকে সমর্থন করি'।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে