নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ফের ক্ষ্যাপা মৌমাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকা। এক একজনকে ৮টা ১০টা করে হুল ফুটিয়ে চলেছে তারা। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে। আক্রান্ত ১০ জনের মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন। তাছাড়াও শহরের অনেকে এই মৌমাছির হামলা আক্রান্ত হয়েছেন। মৌমাছির কামড়ে বেশ কয়েকজন রীতিমতো নাজেহাল হয়ে পরেছেন। সকলকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে সকলকেই দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার বেলার দিকে দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে হঠাৎ করে হামলা চালায় একদল মৌমাছি। এদিকে,স্কুলের সামনে দিয়ে যাতায়াত করার সময় হঠাৎ করেই মৌমাছির দল হাজির হওয়ায় সেই সময় পথ চলতেই সবাইকে আক্রমণ করে। সকলে তখন উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ তাদের অবজারভেশনে রাখা হয়। তবে এই ঘটনার জেরে কেউ গুরুতর আহত হয়নি।
এদিকে, এই ঘটনার পর ফের একবার শহরবাসীরা ক্ষোভ উগরে দিয়েছেন বন দফতরের ওপর। এই মৌমাছির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবী তুলেছেন তারা।কারণ এই সময় শহরের বিভিন্ন জায়গায় মৌমাছির চাক গড়ে উঠতে দেখা যায় ও অনেক সময় তারা হামলা চালায়। যার ফলে আক্রান্ত হন সাধারন মানুষ। তাই বন দফতরের কাছে মানুষের আবেদন, যত দ্রুত সম্ভব শহরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা মৌমাছির চাকগুলির দিকে নজর দিয়ে সেগুলো দ্রুত উদ্ধার করে নেওয়া হক।
প্রসঙ্গত, চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার মৌমাছির হামলার কবলে দুর্গাপুর। বিগত দিনকয়েক আগেই মৌমাছির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই সময় মশাল জ্বালিয়ে কোনওক্রমে মৌমাছি হামলা থেকে রক্ষা পাওয়া গিয়েছিল। তবে সেই রেশ কাটতে না কাটতে, ফের একবার শহর জুড়ে হামলা চালাল মৌমাছির দল।
আগামী ১৪ই জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের
ছাত্রলীগ নেতা জসিম হত্যাকান্ডে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল
বাঁকুড়া-মালদহ সহ একাধিক জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ কুড়মিদের
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮