আর কতদিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন , এবার একটু রাস্তায় ছাড়ুন , মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

মে ২৬, ২০২৩ দুপুর ০১:১৭ IST
6470627995adf_IMG_20230526_130638

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকালই পুরুলিয়ায় নব জোয়ার কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন,'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'  নবজোয়ার শেষ হলেই বকেয়া ইস্যুতে দিল্লিতে আন্দোলন করেবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন,'অভিষেক এরকম ডায়লগ গত বারও দিয়েছিল। এবারেও এতো লোক এসে মমতার হাতে পায়ে ধরছে। বলছে আপনি আসুন, মোদির বিরুদ্ধে দাঁড়ান। উনি সাহস পাচ্ছেন না। কারণ উনি জানেন, মোদিজি যা করছেন, দেশের স্বার্থে করছেন। সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারওর বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলো বেরোবে। তাই মানুষ খুশি। যাদের ভয় আছে, ইলেকশনের টাকাটা জলে চলে গেল, তারাই প্রতিবাদ করছে।

এদিকে মুখ্যমন্ত্রী বিকেলে যাবেন শালবনি , সেখানে যোগ দেবেন অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে। নবজোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান নিয়ে দিলীপ ঘোষ বলেন ,' জঙ্গলমহল কি অভিষেক একা সামলাতে পারছেন না? কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওকে একটু রাস্তায় ছাড়ুন। উনি ওকে পাঠিয়েই বুঝে গেছেন কতটা দম আছে। পুলিশ, এনভিএফ, সিভিক পুলিশ এইসব দিয়ে ভিড় করাতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই। কিছু কাটমানি খোর, গুন্ডা বদমাশ আছে। তাও কেউ রাস্তা আটকাচ্ছে, কেউ চোর বলছে। এরকম জননেতা বাড়ির ল্যাবটরিতে তৈরি। এদের দিয়ে সমাজের কিস্যু হবে না।'  

দিলীপ আরও বলেন,'উনি দেখে নিচ্ছেন, বিক্ষোভ হবে কিনা। ওনাকে কেউ চোর চোর বলবে কিনা। উনি তো চোরের রানি। হয়তো কাল পুলিশ দিয়ে ছেয়ে দেবেন। কাউকে কাছে আসতে দেবেন না। হেলিকপ্টার থেকে নেমে স্পটে চলে যাবেন। যেমন বন্যা দেখতে যান। কিন্তু গ্রামে ঢোকেন না। এই ধরনের একটা হাওয়াই সফর করবেন।'

অন্যদিকে, মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট।এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এর আগেও ২ থেকে ৩ দিনের মধ্যে আবেদন করে আমরা সভা করেছি। কোর্টে গেছি। আমাদের বারবার কোর্টে যেতে হচ্ছে। কোর্ট যা মনে করেছেন, আদেশ দিয়েছেন। আমরা আগেও কোর্টের আদেশ মেনেছি,এখনও মানব।'

বিজ্ঞাপন 

ভিডিয়ো

Kitchen accessories online