নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা পাঁচদিন ধর্নার পর অবশেষে সম্পন্ন হলো রাজ্যপাল আর তৃণমূলের বৈঠক। ৩০ জনের প্রতিনিধি দল নিয়ে সোমবার রাজভবনে বৈঠক করতে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই মাত্র ২০ মিনিটের মধ্যে বৈঠক শেষ করে রাজভবন থেকে বেরিয়ে আসেন অভিষেক। আর তারপরেই ধর্না তুলে নিয়েছেন শাসক দল।
সোমবার বিকালে ১০০ দিনের কাজ করে যারা বঞ্চিত, কেন্দ্রীয় সরকারের থেকে যারা টাকা পাননি, তাদের একাধিক চিঠি নিয়ে রাজভবনে ঢোকেন অভিষেক-সহ সাংসদরা। এই বিষয়ে অভিষেক জানান, ২০ লক্ষের বেশি বঞ্চিত শ্রমিকের চিঠি তারা রাজ্যপালকে দিতে চান। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের এক একজনের হাতে ছিল ২০০ থেকে ৫০০ করে চিঠি। সেগুলি আপাতত তারা রাজ্যপালের হাতে তুলে দেন।
এদিকে বাংলার মানুষের কাছে কথা দেওয়া দুটি প্রশ্ন আজ রাজ্যপালের সামনে রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন দুটি হল- এক, এই ২০ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেছেন কি না? দুই, যদি করে থাকেন, তা হলে ভারতীয় সংবিধানের কোন আইনের কোন ধারায় তাদের টাকা দীর্ঘ দু'বছর ধরে আটকে রাখা হয়েছে?
আর ২০ মিনিটের এই বৈঠক শেষ হওয়ার পরেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে , ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া টাকা নিয়ে তিনি পদক্ষেপ করবেন বলে এদিনের বৈঠকে কথা দিয়েছেন রাজ্যপাল বোস। অন্যদিকে, বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি ধৈর্য ধরে সব বক্তব্য শুনেছেন। আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।