নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - কুড়মিদের বিক্ষোভের মুখে পরলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি নেতাকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন কুড়মি আন্দোলন কারীরা। লালগড়ের ধরমপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বামাল এলাকায় বিক্ষোভের মুখে পরে গাড়ি থেকে নেমে আসেন দিলীপ।
এই সময় দিলীপের সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো ও সহ-সভাপতি দেবাশিস কুণ্ডু। ঘাঘর ঘেরা কমিটির নেতা প্রিয়রঞ্জন মাহাতোর নেতৃত্বে কর্মসূচি চলছিল। এরপর দিলীপ ঘোষ গাড়ি থেকে নামতেই তাকে প্রশ্ন করা হয় , 'আপনি কুড়মি সমাজের জন্য কী করেছেন?' এমনকী কুড়মিদের আন্দোলন নিয়ে বিজেপির অবস্থানের কথাও জানতে চাওয়া হয়।
এদিকে ঘেরাওয়ের মুখে পরে দিলীপ বলেন, ‘‘তোমাদের প্রতিবাদের আমাদের সহমর্মিতা আছে। আমি তোমাদের লোকদের চাল-ডাল খাইয়েছি। আমার আমার সংসদ এলাকায় খেমাশুলিতে খাওয়া দাওযার বন্দোবস্ত করেছি। তোমাদের আন্দোলন করতে কোথাও বাধা দিয়েছি? তাহলে চাল ও ডাল পাঠালাম কেন আমি। আমাদের সাংসদ জ্যোতির্ময় মাহাতো জিরো আওয়ায়ের এই দাবি তুলেছে। কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকে কুড়মিদের জন্য করেননি।’’ এর মধ্যে আইনি বিষয় রয়েছে ও কুড়মিদের যাবতীয় দাবি লিখিত আকারে দিতে বলেন এই বিজেপি নেতা।
তবে দিলীপের এই দাবিতেই ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন,"উনি মিথ্যা বলেছেন। আমরা চ্যালেঞ্জ করছি প্রমাণ দিক কাকে চাল ও ডাল দিয়েছেন। আমরা কোনও রাজনৈতিক দলের দয়া বা ভিক্ষা নিইনি।" মিনিট পনেরো দিলীপকে ঘেরাও করেন কুড়মিরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, '২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদকে জানাতে হবে তিনি কাদের সহযোগিতা করেছেন। তিনি যদি না জানাতে পারেন তবে তাঁকে ঘাঘর ঘেরা করা হবে ও জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ করা হবে।'
এদিকে কুড়মিদের হুঁশিয়ার পাল্টা সুর চড়িয়েছেন দিলীপও। সোমবার তিনি বলেন, 'বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। মাহাতো সাংসদ-বিধায়কদের পারলে পদত্যাগ করিয়ে দেখান। আমি ওদের আন্দোলনের পাশে রয়েছি। আমি চাল-ডাল দিয়ে সাহায্য করেছি। ওনার চাইলে নামে প্রকাশ্যে আনব।'
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের