নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় জেল খাটছেন সুকেশ চন্দ্রশেখর। সে বিষয়টি কারোর কাছে আর অজানা নেই, তবে এই কুকীর্তি করেও তিনি এখন হতে চলেছে হিরো। তার জীবনী তুলে ধরা হবে ভারতীয় সিনেমায়।চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুমার কনম্যান সুকেশ চন্দ্রশেখরের জীবনের উপর নির্ভর করে সিনেমা বানানোর খবরে শিলমোহর দিয়েছেন। এইজন্য তিনি সম্প্রতি তিহার জেলেও গিয়েছিলেন এএসপি দীপক শর্মার সঙ্গে দেখা করতে।
আনন্দ কুমারের মত অনুযায়ী, ‘আপাতত এই কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। শর্মার সঙ্গেও প্রথম দেখা আমার এটা। যে ধরণের গবেষণা ও তথ্য সংগ্রহ হবে তার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেব যে এটিকে সিনেমা বানানো হবে না ওয়েব সিরিজ। আমার লেখকরা আগামী মাসে দিল্লিতে থাকবেন ও তদন্তকারী দলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।’যদিও এটি সুকেশের জীবনের উপর ভিত্তি করে তৈরি, তবুও এটিকে বায়োপিক হিসেবে আখ্যা দিতে রাজি নন আনন্দ কুমার।
এই বিষয়ে তিনি জানান, ‘বায়োপিক মহান লোকেদের উপর তৈরি হয়। আমার ওকে অমর করার কোনও শখ নেই।’ জানা যাচ্ছে, সুকেশের ব্যক্তিগত জীবন, প্রতারণা ও অর্থ পাচারের মামলার পাশাপাশি নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির সঙ্গে লিঙ্ক আপ সমস্তটাই দেখানো বে এই সিনেমা বা সিরিজে।আনন্দ কুমার আরও জানান, গত ৬ মাস ধরে তিনি নিজে এই নিয়ে গবেষণা চালাচ্ছেন। জেলে গিয়ে সুকেশের সঙ্গে দেখা করার ইচ্ছেও তাঁর রয়েছে। তবে সেটা না হলেও ক্ষতি নেই। ভেবেই রেখেছেন পয়সার আরেক পিঠের মতো যাদের ঠকানো হয়েছে তাঁদের চোখ দিয়ে তিনি কনম্যানকে দেখাবেন।
তবে কেন সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে সিনেমা বানানোর শখ মাথায় এল জানতে চাওয়া হলে আনন্দ কুমার জানান, ‘লোকটা ১০-১২টি ভাষা জানে। খুব সম্ভবত আরও বেশি। মানুষকে বোঝানোর ওর স্টাইল অনন্য। আমি অন্বেষণ করতে চাই ও কীভাবে নেটওয়ার্ক তৈরি করতেন ও এই ধরনের প্রতারণাগুলি করতেন। আমি দেখাতে চাই কিভাবে তিনি একজন মাস্টারমাইন্ড ছিলেন। প্রায় এক বছর ধরে কোনও কেলেঙ্কারির পরিকল্পনা করতেন তা কার্যকর করার আগে। এই ধরনের ব্যক্তিত্বের ব্যাপারে আগে কখনও অনুসন্ধান করা হয়নি। ’
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার
বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার পদে কর্মরত দেবলীনা
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর শুরু হবে প্রথম রমজানের তারাবি
কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি , প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না , দাবি ঋত্বিকের
বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয় , করণ কে সোজা জবাব কর্তৃপক্ষের
মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত জেহান থমাস
পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই ২০১৮ সালে অয়নের সঙ্গে পরিচয় , দাবি শ্বেতার