নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। বুধবার ভোর থেকে পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা করেছে আদিবাসী কুড়মি সমাজ।প্রস্তাবিত কুড়মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল।রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সেকথা। সঙ্গেই জানানো হয়েছে কবে কোন ট্রেন বাতিল থাকবে।
সূত্রের খবর , কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণপূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একেবারে সপ্তাহের মাঝপথেই ট্রেন বাতিল। এনিয়ে সোমবার রাতে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বুধবার , ২০ সেপ্টেম্বর রেলের দক্ষিণ পূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। কুড়মি আন্দোলনের জেরে এই ট্রেন বাতিলের ঘোষণা।দূরপাল্লার ট্রেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে এই আশঙ্কায় একাধিক ট্রেনকে আগাম বাতিল করা হয়েছে। তবে এই ঘোষণার জেরে মারাত্মক সমস্যায় সাধারণ যাত্রীরা।
আন্দোলনের জেরে বাতিল রয়েছে ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, এবং গোড্ডা–টাটানগর এক্সপ্রেস। এছাড়াও আরও ৭টি ট্রেন বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি হল, সেকেন্দরাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস, কামাখ্যা-রাঁচী এক্সপ্রেস, লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেস, রাজেন্দ্রনগর-দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস এবং রক্সৌল-সেকেন্দরাবাদ স্পেশাল এক্সপ্রেস।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার