নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা পাচার, গরু পাচার, নারদা কেলেঙ্কারির তদন্তের মাঝেই সারদা তদন্তে নতুন করে গতি বাড়াল ইডি। সারদা তদন্তে ইডি এবার তৃণমূল কংগ্রেসের তত্কালীন রাজ্য সহ সভাপতি ও সারদার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রজত মজুমদারকে তলব করল ইডি।এমনকি তার দু'টি ব্যাংক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সারদা নিয়ে ইডি, সিবিআইয়ের তদন্ত শুরু হয়েছিল প্রায় আটবছর আগে । সংস্থার কর্ণাধার সুদীপ্ত সেন ও তার ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায় আজও সংশোধনাগারে বন্দি। কিন্তু, সাম্প্রতিক অতীতে গরুপাচার, কয়লাপাচারের তদন্ত নিয়ে ইডি বা সিবিআইয়ের যে তত্পরতা চোখে পরেছে, সেই তুলনায় সারদা মামলা অনেকটাই থিতিয়ে গিয়েছিল। কিন্তু, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই আবারও সারদা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের তত্পরতা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে ।
আইপিএস রজত মজুমদার এই মামলায় এর আগে বেশ কয়েক মাস জেলে ছিলেন। পুলিশের কাজ থেকে অবসর নেওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাকে দলের সহ-সভাপতি করা হয়। মুকুল রায় ঘনিষ্ঠ এই আইপিএস সারদারও উচ্চপদে ছিলেন।এরই মধ্যে আবার রজত মজুমদারকে তলব করলো ইডি।
শুধু তলব করাই নয় গত কয়েকদিন তাকে দু'দফায় দীর্ঘ জেরা করেছেন ইডি আধিকারিকরা। অভিযুক্ত রজত মজুমদারের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি।রজত মজুমদারের পাশাপাশি সারদা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে জেরার প্রক্রিয়াও শুরু করেছে ইডি।
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও