নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - কয়লা খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়া অন্তর্গত, সাত গ্রাম ইনক্লাইনে কয়লা খনিতে।এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শ্রমিক।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এরপর কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় ইসিএল আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার খনিতে কাজ করছিলো কয়েকজন শ্রমিক।সেই সময় আচমকাই কয়লার চাল ধসে পরে।আর তারপরে এই ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে সুদর্শন ভূঁইয়া নামে এক খনি কর্মীর।পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী।আহত দুই খুনি কর্মীকে উদ্ধার করে আসানসোলের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এরপর রবিবার সকালে কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় ইসিএল আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়। খনি কর্মীদের দাবি কয়লার চাল ঠিকভাবে মজবুত না থাকায় হঠাৎ ধসে পরায় এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে কয়লা খনি শ্রমিকেরা ওই কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে এজেন্টকে ঘেরাও করে রেখে বিক্ষোভে সামিল হয়েছেন।
স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'এদিন কিছু সময় কয়লা খনিতে কাজ করছিল। সেই সময় তিন ফুটের একটি কয়লার চাল ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুজন আহত হয়েছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।কয়লা খনিতে ঠিক করে সেফটি নেই বলে এই ঘটনাটি ঘটেছে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।