নিজস্ব প্রতিনিধি , বীরভূম - লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফুঁসছে বগটুই। রামপুরহাটে সিবিআয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বগটুই গণত্যার অন্যতম অভিযুক্তের পরিজনরা।সঙ্গে গ্রামবাসীরাও আছেন। এলাকার বাসিন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআয়ের বিরুদ্ধে উঠছে স্লোগান। মোড়গ্রাম-রানিগঞ্জ রাজ্য ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
সোমবার বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্প অফিসে 'পার্শিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় পাওয়া যায় লালন শেখের দেহ। রাতেই বিলাস, ভাস্কর, রাহুল নামে তিন সিবিআই আধিকারিকের নামে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। সেখানে তিনি সিবিআইয়ের বিরুদ্ধে স্বামীকে ব্যাপক মারধরের পাশাপাশি বাড়িতে এসে ভাঙচুর চালানোর অভিযোগও এনেছেন। পুলিশের কাছে দায়ের করা এফআইআরে লালনের স্ত্রী দাবি করেছেন, 'সিবিআই বলে হার্ডডিস্ক দে, নাহলে ৫০ লক্ষ টাকা দে। তাহলে তোদের সবাইকে বাঁচিয়ে দেব।'
যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে সিবিআইয়ের জানিয়েছে, লালন আত্মহত্যা করেছে। তবে এই ঘটনায় ৩০২ ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ইতিমধ্যেই রামপুরহাট পৌঁছেছে সিআইডি। এদিকে সিবিআই অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেসময় কিছুক্ষণের মধ্যে পুলিশ বিক্ষোভ সরিয়ে দেয়। এরপর ফের দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে এলাকা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, সিবিআই আধিকারিকদেরই গ্রেফতার করতে হবে। এখনও দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। রিপোর্ট প্রকাশ্যে আসার পর এই বিক্ষোভের অভিমুখ নির্ধারিত হতে হবে।এদিনের এই ধর্না-বিক্ষোভে যোগ দিয়েছেন লালনের মেয়েও। তার অভিযোগ, 'সিবিআই পিটিয়ে মেরে ফেলেছে আমার বাবাকে। সিবিআইয়ের ফাঁসি চাই।'
অন্যদিকে, বগটুই হত্যাকান্ডের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখে মৃত্যুর পর থেকেই চাপ বাড়ছে সিবিআইয়ের। কিভাবে সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন মৃত্যু হল লালন শেখে? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয় বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের কাছ থেকে। একইসঙ্গে লালন শেখে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিভাগীয় তদন্তও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই ঘটনায় পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন,'সিবিআইয়ের ডিআইজির অফিস থেকে সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ আমাকে টেলিফোনে জানানো হয় যে, সিবিআই হেফাজতে থাকা লালন শেখের জেরা চলছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে যে আইনি প্রক্রিয়া রয়েছে, তা শুরু করেছি আমরা। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করবে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছি।'
একইদিনে খড়গপুর ও কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের
মেয়রের হুঁশিয়ারি অমান্য করেই মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণের অভিযোগ
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট