নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - চাকরির ফর্ম জমা দিতে আসা লক্ষাধিক যুবকের ওপর নির্বিচারে লাঠি চালানোর অভিযোগ উঠল এদিন। ১২০০ পদের জন্য আবেদন জানাতেই তারা ফর্ম জমা দিতে আসেন বহরমপুর স্টেডিয়ামে। সেখানেই বিশৃঙ্খলার জেরে এই ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার ভিডিওটি প্রকাশিত হতেই বিরোধীরা চড়াও হয়েছেন শাসক দলের ওপর। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার প্রেক্ষিতে শাসকদলকে কটাক্ষ করে টুইট করেন।
সম্প্রতি, মন্ত্রী হুমায়ূন কবির ও জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলারই প্রায় ১২০০ জন বেকার যুবককে কাজ দেওয়ার কথা বলা হয়। সেই কর্মসংস্থানের জন্য বহরমপুর স্টেডিয়ামে ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়। তবে সকাল থেকেই লাইনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়।
চাকরি প্রার্থীদের ওপর প্রহারের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা টুইট করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিনিয়ত রাজ্যের যুবকদের বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। এই রাজ্যে কোনও শিল্প নেই, কোনও চাকরি নেই। এই রাজ্যে শুধুমাত্র বোমা তৈরির কারখানাই একমাত্র জীবিত শিল্প। মুখ্যমন্ত্রী নিজের কাজ ছেড়ে দিয়ে অন্য কিছু করুক।
ফর্ম জমা দিতে আসা এক যুবক জানিয়েছেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার, ফ্রি রেশন লাগবে না। সরকার আমাদের চাকরি দিক। অন্য আরেকজন যুবক জানিয়েছেন, এখানে ১২০০ জনকে নেওয়া হবে বলেছিল। এখানে এসে দেখছি ১২ লক্ষ ছেলে এখানে রয়েছে। আমি ভেবেছিলাম এই রাজ্যে বেকারত্বের সংখ্যা কম কিন্তু সেই ভুল আমার আজকে ভেঙে গেল। আমি গ্র্যাজুয়েশন পাশ করে উচ্চমাধ্যমিকের যোগ্যতার চাকরির জন্য আবেদন করতে এসেছি।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন