নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - চাকরির ফর্ম জমা দিতে আসা লক্ষাধিক যুবকের ওপর নির্বিচারে লাঠি চালানোর অভিযোগ উঠল এদিন। ১২০০ পদের জন্য আবেদন জানাতেই তারা ফর্ম জমা দিতে আসেন বহরমপুর স্টেডিয়ামে। সেখানেই বিশৃঙ্খলার জেরে এই ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার ভিডিওটি প্রকাশিত হতেই বিরোধীরা চড়াও হয়েছেন শাসক দলের ওপর। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার প্রেক্ষিতে শাসকদলকে কটাক্ষ করে টুইট করেন।
সম্প্রতি, মন্ত্রী হুমায়ূন কবির ও জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলারই প্রায় ১২০০ জন বেকার যুবককে কাজ দেওয়ার কথা বলা হয়। সেই কর্মসংস্থানের জন্য বহরমপুর স্টেডিয়ামে ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়। তবে সকাল থেকেই লাইনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়।
চাকরি প্রার্থীদের ওপর প্রহারের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা টুইট করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিনিয়ত রাজ্যের যুবকদের বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। এই রাজ্যে কোনও শিল্প নেই, কোনও চাকরি নেই। এই রাজ্যে শুধুমাত্র বোমা তৈরির কারখানাই একমাত্র জীবিত শিল্প। মুখ্যমন্ত্রী নিজের কাজ ছেড়ে দিয়ে অন্য কিছু করুক।
ফর্ম জমা দিতে আসা এক যুবক জানিয়েছেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার, ফ্রি রেশন লাগবে না। সরকার আমাদের চাকরি দিক। অন্য আরেকজন যুবক জানিয়েছেন, এখানে ১২০০ জনকে নেওয়া হবে বলেছিল। এখানে এসে দেখছি ১২ লক্ষ ছেলে এখানে রয়েছে। আমি ভেবেছিলাম এই রাজ্যে বেকারত্বের সংখ্যা কম কিন্তু সেই ভুল আমার আজকে ভেঙে গেল। আমি গ্র্যাজুয়েশন পাশ করে উচ্চমাধ্যমিকের যোগ্যতার চাকরির জন্য আবেদন করতে এসেছি।
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা