শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১১:৫৩ IST
6076fa19a7b84_WhatsApp Image 2021-04-14 at 19.47.11

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব বারাসাত বিধানসভা কেন্দ্রের। মূলত সেই কারণেই বারাসাত বিধানসভার অন্তর্গত অঞ্চলে শেষ লগ্নের প্রচার সারলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এই বিধানসভায় সংযুক্ত মোর্চার সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।  

বুধবার বারাসাতের ময়না এলাকা থেকে মিছিল শুরু হয়ে তা বারাসাত শহর প্রদক্ষিণ করে। হুড খোলা গাড়িতে বিমান বসু ও প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে ও করজোড়ে সমর্থনের কথা জানান। এই মিছিলে তরুণ তুর্কিদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ও ISF-এর পতাকা হাতে দেখা গেল প্রচুর নবীন প্রজন্মকে।    

এই বিধানসভা থেকে বিরোধিতা করছেন তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী, বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।

শেষ মুহূর্তের প্রচারে প্রায় নাজেহাল অবস্থা বারাসতের ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়কের।

ভিডিয়ো

Kitchen accessories online