নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ বছরে দুর্গাপুজোর উদ্বোধন। তবে এদিন উত্তর কলকাতা ও সল্টলেকের হাতেগোনা কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে সল্টলেকের এফডি ব্লক, লেকটাউনের শ্রীভূমি ও উত্তর কলকাতার টালা প্রত্যয়।
এদিন প্রথমে লেকটাউনের শ্রীভূমি দিয়ে উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন পুজোর জন্য ভিআইপি রোডে যেন ভিড় বা যানজট না হয়। বৃহস্পতিবার সুজিতের 'শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি জানিয়েছেন,'পুজো শুরু হয়ে গেল ঠিকই। তবে সুজিতবাবুকে আমি বলতে চাই, রাস্তা যেন বন্ধ না হয়। কেউ এই পুজোর ভিড়ে বিমান ধরতে যেতে পারছে না, এমন যেন না হয়। আপনারা খেয়াল রাখবেন যাতে রাাস্তা বন্ধ না হয়। তাহলে কিন্তু 'বিশ্ববাংলা শারদ সম্মান'টা ঘ্যাচাং ফুঁ করে দেব।'
তিনি এদিন আরও জানিয়েছেন,'আমি সর্বদা চোখ রাখি। আপনারা ভাববেন না, আমি পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে আমি তখন পাহারাদার হিসাবে পাহারা দিই। কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি সমস্ত খোঁজখবর রাখি।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।