নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একই তো দেশ জুড়ে সমকামীতা নিয়ে চলছে নানা রকম অশান্তি। তারই মধ্যে এই বিষয়টিকে উস্কে দিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর সঙ্গে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাইয়ের বেশ একটা সখ্যতা । তাদের সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বেশ বোঝা যাচ্ছে তাদের গভীর সম্পর্ক রয়েছে। কখনও তাদের কলতলায় স্নান করতে দেখা যাচ্ছে, তো কখনও একসঙ্গে যোগব্যায়াম করতে। এবার ছোট পর্দার জুন আন্টি তার এই বন্ধুর সঙ্গে একটি নিখাদ আড্ডার ছবি পোস্ট করলেন তাতেই কটাক্ষের শিকার হলেন তারা।
ঊষসী তার সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে , অভিনেত্রী আর তার বন্ধু একটি বিছানায় শুয়ে আছেন। অভিনেত্রী খাটের ধারে শুয়ে কিছু বলছেন বন্ধুকে তার দিকেই তাকিয়ে। অন্যদিকে ঊষসীর বন্ধু রাই তার কাঁধে হাত রেখে হাসিমুখে সেটা শুনছেন। দুজনের পরনেই শাড়ি।
এই ছবি পোস্ট করেই ঊষসী লেখেন, 'অলস দুপুর!' সঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন ফ্রেন্ডশিপ গোলস, বন্ডিং, ঊষসী অফিসিয়াল, ইত্যাদি। অভিনেত্রী এই ছবি পোস্ট করতেই শুরু হয় কটাক্ষ। এক ব্যক্তি লেখেন, 'লেসবিয়ানরা সব এক ফ্রেমে'। আরেক ব্যক্তি লেখেন, 'আপনারা প্রেম করছেন?' অভিনেত্রী যদিও তাদের সেই প্রশ্নের বা কটাক্ষের কোনও উত্তরই দেননি।
প্রসঙ্গত , কিছুদিন আগেই অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেখানে অভিনেত্রীকে শাড়ি পরে একটি কলতলায় বসে থাকতে দেখা যায়। আর তাকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিতে দেখা যায় তার এই বান্ধবী রাইকে। অভিনেত্রী সেই ভিডিয়োতে আবার 'তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা' গানটি যোগ করেছিলেন। তখনও তাদের ‘সমকামী’র তকমা দেওয়া হয়। কেউ কেউ আবার বলেন জুন আন্টির নাকি ‘মস্তিষ্কের বিকৃতি’ ঘটেছে।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ