উন্নয়ন দিয়ে ভোট হোক হিংসা দিয়ে নয়

এপ্রিল ০৮, ২০২১ দুপুর ০৩:০৯ IST
606ec5a63fb2a_WhatsApp Image 2021-04-08 at 14.21.25

নিজস্ব প্রতিনিধি, হুগলী – বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে হুগলীর বলাগড়ে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপির সমালোচনা করে বলেন, “বিজেপির আমলে দেশের অর্থনীতি ধুঁকছে। রেল বিক্রি করে দিয়েছে, ব্যাঙ্ক বিক্রি করে দিয়েছে, লাইফ ইনস্যুরেন্স বিক্রি করে দিয়েছে। এবার দেশটাকেই বেচে দেবে। ২ কোটি ছেলে মেয়ে বেকার হয়ে গেছে। আরও ১০ কোটি ছেলে মেয়ের চাকরি চলে যাবে।”

মমতা বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, “উন্নয়ন দিয়ে ভোট হোক হিংসা দিয়ে নয়।" 

 

ভিডিয়ো