নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - শীতের মরসুমে পরিবারের সবার সাথে একবেলা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে না গেলে শীতের ভ্রমণটা ঠিক পূর্ণ হয় না। তাই গ্রামবাংলার মুক্ত বাতাসের স্বাদ নিতে স্বপরিবারে ভ্রমণ করে আসুন দক্ষিণ ২৪ পরগণার বাবা বড় কাছারী মন্দির। এটি কলকাতা থেকে মাত্র ৩০ কিমি দূরত্বে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানার বাখরাহাটের কাছে ঝিকুরবেডিয়া গ্রামে অবস্থিত।
বড় কাছারী শিব মন্দিরের ইতিহাস
এই মন্দির স্থাপনের প্রকৃত সময় ও কারণ স্থানীয় বাসিন্দাদের বংশ পরম্পরায় প্রচার হয়ে চলেছে। প্রচলিত তথ্য অনুযায়ী ১৯৪০ সালে নবাব আলীবর্দী খাঁ – এর শাসনকালে বাংলায় মারাঠারা আক্রমণ করলে এই স্থানের হিন্দু কৃষক সম্প্রদায়ের মানুষরা শ্মশানের লাগোয়া জঙ্গলে আশ্রয় নেয়। সেই সময় ভূতনাথের (শিব) বরপ্রাপ্ত এক সাধু এই সাধারণ মানুষের সুবিধা অসুবিধায় তাদের সাহায্য করেছিলো। পরবর্তীকালে মারাঠাদের সাথে শান্তি পূর্ণ সম্পর্ক গড়ে উঠলে এই অঞ্চলের উন্নতি হয়।
পরবর্তীকালে ভূতনাথের বরপ্রাপ্ত এই সাধুর মৃত্যু হলে, তার মরদেহ না পুড়িয়ে ঐ শ্মশানে সমাধিস্থ করে ভক্তগণ। পরে সেই সমাধিক্ষেত্র হতে একটি অশ্বত্থ গাছ জন্মালে স্থানীয়রা ঐ অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকে আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান হয় শিবলিঙ্গের।
স্থানীয় মানুষ তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে আশ্চর্যজনক ভাবে পূরণ হতে থাকে। আর এই বিশ্বাসের ওপর নির্ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।
পুনঃনির্মাণ
১৯৭৮ সালের বন্যায় অশ্বত্থ গাছটির ব্যাপক ক্ষতি হয়। ভক্তদের ইচ্ছানুসারে এক নতুন অশ্বত্থ গাছ বসানো হয় এবং তার নিচে এক গোলাকার বেদী নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এটি এখন বাবা বড় কাছারির মন্দিরে পরিণত হয়েছে।
এখানে প্রতি শনি ও মঙ্গলবার সাড়ম্বরে পুজো হয়। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন নিজের মনস্কামনা নিয়ে পুজো দিতে। তারা একটি ছোট্ট কাগজে তাদের প্রার্থনা লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। বিশ্বাস অনুযায়ী তাদের দুঃখকষ্ট লাঘব হয়, মনোবাঞ্ছাও পূরণ হয়।
জনসমাগম বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিদিনই বহু মানুষ আসেন পুজো দিতে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের আর্থিক সহায়তায় মন্দিরের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ সহ সংস্কারের কাজ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সম্পন্ন হয়েছে। আসল পুজাস্থান তথা মন্দিরটি সামান্য বেদী বা মঞ্চের আকারে হলেও তোরণটি নির্মাণে বাংলার চার চালা স্থাপত্য রীতি ব্যবহার করা হয়েছে।
কিভাবে যাবেন?
হাওড়া বা শিয়ালদহ থেকে যে কোনও বাখরাহাটগামী বাসে বা অটোতে বাখরাহাট স্টপেজে নেমে টোটো বা অটোতে করে ১০ মিনিটে পৌঁছে যাবেন বাবা বড় কাছারী শিব মন্দির।
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
নিজেদের ঘুরতে যাওয়ার তালিকায় অবশ্যই শিলংয়ের সেভেন সিস্টার্স ফলসের নাম নথিভুক্ত করুন
রামনবমীর শোভাযাত্রা করায় বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেও কোনও খুঁত পায়নি কেন্দ্র , তাই টাকা পাঠাতে বাধ্য হল , দাবি তৃণমূলের
ধৃতদের মধ্যে মীর মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার , বিকাশ ভবনে কর্মরত ছিলেন অভিযুক্ত
তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী