নিজস্ব প্রতিনিধি, আবুধাবি - সম্প্রতি সামনে এসেছে এক পাঁচ বছর বয়সী খুদের প্রতিভা। যে কি না মাত্র ১০৫ মিনিটেই এক টানা ৩৬ টি বই পড়ে ফেলতে পারে। ইতিমধ্যে এই কৃতিত্বের জন্য লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ড এবং এশিয়া বুক অব রেকর্ডে নিজের নামও তুলে ফেলেছে কিয়ারা কৌর নামে এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খুদে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছর বয়সী কিয়ারা গত ১৩ ফেব্রুয়ারি এই রেকর্ডটি গড়ে। প্রায় ১০৫ মিনিট অর্থাৎ দু’ঘণ্টার কাছাকাছি সময়ের মধ্যে একটানা বই পড়তে থাকে সে। আর ওই সময়ের মধ্যে ৩৬টি বই পড়ে রেকর্ডটি গড়ে। ওয়ার্ল্ড বুক অব রেকর্ডের পক্ষ থেকে তাকে ‘খুদে প্রতিভা’ আখ্যাও দেওয়া হয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই খুদে থাকে আবুধাবিতে। যখনই সুযোগ পায়, তখনই বই নিয়ে পড়তে শুরু করে দেয় সে। এরকমই একদিন লাইব্রেরিতে বই পড়ার সময় তার দিকে নজর পড়ে এক শিক্ষকের। এরপরই ছোট্ট কিয়ারার অনন্য প্রতিভা সামনে আসে।
এক সাক্ষাৎকারে সে জানায়, “বই পড়া আমার কাছে খুবই আনন্দের। যেখানে খুশি সেখানে বই নিয়ে যাওয়া যায়। তবে ফোনে বই পড়া বা ভিডিও দেখা সবসময় সম্ভব হয় না। কারণ অনেক সময়ই নেটের সমস্যা দেখা যায়। বইতে অক্ষর এবং ছবি দেখতে আমার খুব ভাল লাগে।”
কিয়ারার মা জানায়, "কিয়ারা এই বই পড়ার অভ্যেস পেয়েছে তার দাদুর কাছ থেকে। হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সে দাদুর কাছ থেকে গল্প শুনত। আর সেই থেকেই বিভিন্ন বই পড়ার প্রতি তার আকর্ষণ বাড়ে।" আর এবার সেই আকর্ষণই কিয়ারার নাম তুলে দিল রেকর্ড বইয়ে।