লিভ ইন সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের , গ্রেফতার ২

মার্চ ০৮, ২০২৩ বিকাল ০৬:৪৮ IST
6408827480cb3_1636537818_murder

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন ধরে লিভ ইন করার পর নিজের প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে আত্মঘাতী হলো যুবক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবতী। নিহত যুবকের নাম লিটন দাস। ঘটনাটি ঘটেছে কলকাতার বিক্রমগড়ে।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

স্থানীয় সূত্রের খবর , বিক্রমগড়ের একটি বাড়ি ভাড়া করে থাকতো যুবতী এবং দক্ষিণ ২৪ পরগণার অ্যাপ ক্যাব চালক লিটন দাস। গত চার বছরের সম্পর্ক ছিল তাদের। তবে আচমকা মঙ্গলবার অর্থাৎ দোলের দিন যুবতী এবং লিটনের মধ্যে ঝামেলার পরেই যুবতীকে ধারালো অস্ত্রের কোপ দেয় লিটন। এরপরে নিজেই ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় লিটন। তবে ধারালো অস্ত্রের কোপ দেওয়ার পর বীভৎস জোরে যুবতীর চিৎকার করতে থাকলে ছুটে আসে স্থানীয়রা এবং খবর দেয় থানায়।

বিজ্ঞাপন 

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত যুবতীকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। পাশাপাশি লিটন দাসকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এরপরে আহত যুবতীর কাছে জিজ্ঞাসাবাদ করতেই যুবতী জানান, লিটনের সঙ্গে তার অভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করার চেষ্টা করেছিল সে। তবে ঠিক কি কারণে এই বচসা সেই বিষয়কে ঘিরে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। যদিও এই ঘটনা শুধুমাত্রই অভ্যন্তরীণ নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online