নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – লক্ষ্মীবারে ফের লক্ষ্যভেদ করলেন ভারতীয় শুটাররা। ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্ট, ২৫ মিটার পিস্তলের টিম ইভেন্টের পর এবার ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে। এই নিয়ে এখনও পর্যন্ত ১৯তম এশিয়ান গেমস থেকে ৬ টি সোনা পেল ভারত।
১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্টে ভারতীয় দলে ছিলেন সরবজ্যোৎ সিং, অর্জুন চিমা এবং শিবা নারওয়াল। ১৭৩৪ পয়েন্ট অর্জন করে সোনার পদক গলায় ঝোলান সরবজ্যোৎ-অর্জুন-শিবা। শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে। পাশাপাশি রুপো জিতেছে আয়োজক চীন। ব্রোঞ্জ জয় করেছে ভিয়েতনাম।