নিজস্ব প্রতিনিধি, লন্ডন – ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা দিতে ব্যর্থ ব্রিটিশ সরকার। এর জেরে সমালোচনার মুখে পরতে হয়েছে। এরপর কিছুটা হলেও নতজানু হল ব্রিটিশ সরকার। দিন কয়েক আগেই ওয়ারিস পঞ্জাবের প্রধান তথা খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্তির দাবিতে লন্ডনে ভারতীয় হাই কমিশনে তান্ডব চালিয়েছিল খালিস্তানিরা। তার রেশ কাটতে না কাটতেই ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের উপর হামলা চালাবে বলে চড়াও হয় খালিস্তান পন্থী সমর্থকরা। পাল্টা জবাব দিয়েছে ভারতও।
ভারতীয় হাই কমিশনের উপর খালিস্তানিদের হামলার পর গর্জে ওঠে ব্রিটেনে থাকা ভারতীয়রা। এমনকি বিশ্ব দরবারেও সমালোচনার মুখে পরতে হয়। এরপর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেছেন, ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা আরও বাড়ানো হল। আরও সতর্ক করা হচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে।তাহলে কি বলা যেতে পারে, ব্রিটেনে থাকা ভারতীয়দের হুঙ্কার এবং বিশ্ব দরবারে মাথা নিচু হওয়ার পরে চোখ খুলেছে ব্রিটিশ সরকারের।
সূত্রের খবর, বুধবার স্মোক গ্রেনেড, জলের বোতল, কালি, ডিম নিয়ে লন্ডনে ভারতীয় হাই কমিশনের উপর চড়াও হয় খালিস্তানিরা। তবে তাদের আটকে দেন ভারতীয় হাই কমিশনের বাইরে থাকা নিরাপত্তারক্ষী ও লন্ডন পুলিশ। তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় খালিস্তানিদের। বেশ কয়েকজন পুলিশের গায়ে ডিম ও কালি ছোড়ে তারা। তবে সেভাবে কোনও পক্ষই আহত হয়নি। পুলিশ সূত্রে খবর, বিক্ষোভে প্রায় ২০০০ খালিস্তানি ছিল। ভারতের হাই কমিশনের ছাদে একটি বিশাল তেরঙ্গা উড়িয়ে পাল্টা জবাব দেওয়া হয়।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনে গুজরাতি এক ব্যক্তিকে গালিগালাজ করছে খালিস্তান পন্থী সমর্থকরা। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে খালিস্তান পন্থী এক সমর্থক বলেন, ‘খালিস্তান জিন্দাবাদ। এখান থেকে পালাও, নইলে চড় মারবো। বাঁচতে যদি চাও চুপ চাপ চলে যাও। তোমরা গোমূত্র খাওয়া জাতি। তোমরা অনেক নাটক করছ। গুজরাতিদের বলও যদি যুদ্ধ শুরু হয় আমরা গুজরাতে গিয়ে তোমাদের মারব এবং তোমাদের বাড়িতে ঢুকেও মারব। এবার যাও গোমূত্র খাও'। যা খুশি করে নেওয়ার চ্যালেঞ্জ করে।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক