ভোট পরিদর্শনে বেরিয়ে চুঁচুড়ায় আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২১ দুপুর ১১:২৭ IST
6071377da5746_Screenshot_2021-04-10 লকেটের সহকারীকে চড় মারার অভিযোগ, চুঁচুড়ায় ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া – শনিবার রাজ্যের চতুর্থ দফার ভোটে ভোট পরিদর্শনে বেরিয়ে আক্রান্ত হলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।  

শনিবার সকালে ব্যান্ডেলের ইশ্বরভাগ এলাকায় ৬৬ নং বুথে আক্রান্ত হন লকেট। বুথে বহিরাগত জমায়েত হয় এবং এক মহিলা ওড়না দিয়ে মুখ ঢেকে ভোট দিচ্ছিলেন। লকেট ওই মহিলাকে কার্ড চ্যালেঞ্জ করায় তাঁকে কোভিদ ম্যানেজমেন্ট-এর কার্ড দেখানো হয়। এরপর লকেট ওই মহিলার মুখ খুলে দিলে লকেটের গায়ে হাত তোলা হয়। লকেটের অভিযোগ এই রকম কোনো কার্ড নিয়ে EVM-এর সামনে কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। 

এরপর সংবাদমাধ্যম সেই খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুথে বসেই ফোন করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন লকেট।

ভিডিয়ো

Kitchen accessories online