নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - লোডশেডিং হলে গরমে বেহাল অবস্থা রোগীদের।তাও সরকারি হাসপাতালে নেই কোনো বিকল্প ব্যবস্থা।ঘটনাটি দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। এদিন আবার ঝড় বৃষ্টির কারণে রাত থেকে পরেরদিন দুপুর পর্যন্ত ছিল না কোনো বিদ্যুৎ পরিষেবা। আর তাতেই ক্ষুব্ধ স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল রাত থেকে বুনিয়াদপুর শহর জেলার বংশীহারী ব্লকে প্রচন্ড ঝড় বৃষ্টির পর থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় গরমে মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিতে হচ্ছে। এমনকি হাসপাতলে ইনভার্টার থাকলেও তা তিন চার ঘন্টার বেশি চলে না। অথচ কয়েক হাজার বাসিন্দা এই হাসপাতালের উপর নির্ভরশীল। তার উপর এই এলাকার উপর দিয়ে যাওয়া ৫১২ নম্বর জাতীয় সড়ক থাকায় হামেশাই দুর্ঘটনাগ্রস্ত যানবাহনের আহত যাত্রীদের এই হাসপাতালেই প্রথমে নিয়ে আসা হয়।
চন্দ্র সরকার নামে এক রোগী জানিয়েছেন,' কাল রাত থেকে বিদ্যুৎ নেই। যার ফলে এই গরমে সবার খুব কষ্ট হচ্ছে। এমনকি কিছু কিছু অসুস্থ ব্যাক্তি আরও অসুস্থ হয়ে পরছে। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যাবস্থা করার'।
একজন গ্রুপ ডি স্টাফ পারুল চন্দ্র মন্ডল জানিয়েছেন,'আমাদের হাসপাতালে খুব তাড়াতাড়ি একটি জেনারেটরের ব্যবস্থা করা উচিত। না, হলে লোডশেডিং হলে খুবই অসুবিধা হয়। মোমবাতি নিয়ে পরিষেবা দিতে হয় রোগীদের।হাসপাতালে ইনভার্টার আছে কিন্তু সেটা তিন চার ঘন্টার বেশি চলে না'।
ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানিয়েছেন,'আমাদের ইতিমধ্যে একটি জেনারেটরের প্রয়োজন।নাহলে লোডশেডিং হলে চিকিৎসা করতে অসুবিধা হয়। এমনকি যেসব লক্ষ লক্ষ টাকার ভ্যাকসিন গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তবে ২০১৯ সালে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার হাসপাতালের জন্য জেনারেটর বরাদ্দ করলেও এখনো পর্যন্ত তা হয়ে ওঠেনি'।
শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে
আগামী ১৩ ই জুলাই এই মামলার শুনানি
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
একটি ছোটখাট দুর্ঘটনা ঘটেছে , চিন্তা নেই আমি সঠিক পর্যবেক্ষণে আছি , অনুরাগীদের বার্তা শ্রীলেখার
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
দিয়াকে কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের