"কমল ছাপ, তৃণমূল সাফ", বার্তা মোদির

এপ্রিল ১০, ২০২১ দুপুর ০৪:৪৭ IST
6071878f15f3c_NarendraModi

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - দার্জিলিংয়ের শিলিগুড়ি জনসভায় যোগদান করে নির্বাচনী প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার, জনসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দেন তিনি।

শিলিগুড়ি জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন,“হার দেখে দিদি আমার ওপর রেগে যাচ্ছেন। পঞ্চায়েতের মতো ছাপ্পা ভোট করতে না পেরে দিদি নারাজ। ১০ বছর কী করেছেন তা তো বলতে পারেন না। যেখানে যান, স্রেফ মোদীকে কটুক্তি করেন। ভাইপোর কাজের হিসেব দিতে হবে তো না কি? কিন্তু হিসেব দেয় কি? স্রেফ কটুক্তি করে।”

প্রধানমন্ত্রী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “ভয় পাবেন না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকব, নতুন বছরে নতুন বাংলার উদয় হবে। নতুন প্রজন্ম নতুন বাংলাকে উজ্জ্বলিত করবে। কমল ছাপ তৃণমূল সাফ।"

ভিডিয়ো