নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মদিবসে সোনারপুরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। সোনারপুরের কালিকাপুরে আজ এই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
করোনা আবহে রাজ্য জুড়ে অনাড়ম্বরে পালিত হচ্ছে কবিগুরুর ১৬০ তম জন্ম দিবস। সীমিত সংখ্যক রবীন্দ্র অনুরাগীদের নিয়ে সর্বত্র পালিত হয়েছে আজকের দিনটি। কালিকাপুরও তার ব্যতিক্রম নয়। হাতে গোনা কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে এই অনুষ্ঠান পালিত হয়।
প্রদীপ জ্বালিয়ে কবিগুরুর ছবিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠানের পর ছোট একটি আলোচনা সভায় যোগদান করে করোনা কালে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি করোনা আক্রান্তদের পাশে থাকারও বার্তা দিয়েছেন নব নির্বাচিত বিধায়ক লাভলি মৈত্র।
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
বজ্রের সাহায্যে নামুচিকে বধ করে পুনরায় ক্ষমতা ফিরে পান ইন্দ্র
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এই মহাপ্রতাপশালী অসুররাজ হিরণ্যাক্ষ ছিলেন বিখ্যাত হিরণ্যকশিপুরের ছোটভাই
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রামায়ণ অনুযায়ী তিনি সমগ্র মানব, দানব, অন্যান্য সৃষ্টি ও দেব-দেবীদের মধ্যে শ্রেষ্ঠ বীরযোদ্ধা ও একমাত্র অতি মহারথী ছিলেন
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
জ্বর রোগের রক্ষাকর্তা হিসাবে পুজিত হন এই জ্বরাসুর
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
শিব কামের ভস্ম থেকে ভন্ডাসুর নামক এই অসুরের জন্ম হয়েছিল
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন