নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - গতকাল বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তৃণমূলের রাজ্য সম্পাদক তথা টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীর গাড়িতে ধাক্কা মারে একটি মাল বোঝাই ১২ চাকার লরি।দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী।
জানা গিয়েছে , ডান কাঁধের পিছন দিকে চোট পেয়েছেন তিনি।আপাতত সুস্থ থাকলেও আকস্মিক এই দুর্ঘটনায় যথেষ্ট ভয় পেয়েছেন তিনি।তাই চিকিৎসক তাকে ঘুমের ওষুধ দিয়েছেন এবং কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন।
গতকাল রাতে সংবাদমাধ্যমের সামনে সায়ন্তিকা ব্যানার্জী নিজের সন্দেহ প্রকাশ করে বলেন , গতকাল ভোরে কলকাতা ফেরার সময় ওই ঘাতক লরিটি সজোরে ধাক্কা মারে তার গাড়িকে।তারপর পুলিশ ওই লরিটিকে ধাওয়া করলেও ওই লরিটি নিজের গতি কমায়নি উল্টে আরও গতিবেগ বাড়িয়ে দেয়।
তারপর নাকা চেকিং তৈরি করে ধরা হয় ওই ঘাতক লরিটিকে।তার ধারণা এটা শুধুমাত্র কোন দুর্ঘটনা নয় এর পিছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে ওই লরি চালকের।তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে।
এই দুর্ঘটনার পর কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করে ফের বাঁকুড়া ফিরে যান অভিনেত্রী।আপাতত সেখানেই নিজের চিকিৎসা করাচ্ছেন তিনি।রাজনৈতিক কাজের জন্য প্রায়ই কলকাতা থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী।শোনা যাচ্ছে , আজই তিনি বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ