নিজস্ব প্রতিনিধি , কোচবিহার – সবে শেষ হয়েছে স্কুলের পরীক্ষা। বাড়ি ফিরতে শুরু করেছিল ছাত্রীরা। অভিযোগ, ওই সময় বেশ কিছু ছাত্রীর পিছু নেয় এক যুবক। লুকিয়ে তোলে অশ্লীল ভিডিও। হাতেনাতে ধরাও পরে যায় যুবক। আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের শৌলমারি সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ।
সূত্রের খবর , মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের শৌলমারি সংলগ্ন এলাকার বিদ্যালয় হল শৌলমারি হাইস্কুল।বৃহস্পতিবার সেই স্কুল থেকে কয়েকজন ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।সেই সময় স্কুলের গেট থেকেই ওই ছাত্রীদের পিছু নেয় এক অপরিচিত যুবক। সে পিছন থেকে স্কুল ছাত্রীদের অশ্লীল ভিডিও তোলে। বিষয়টি বুঝতে পেরে ছাত্রীরা সমবেতভাবে প্রতিবাদ করে। এরপরই ওই যুবককে আটক করেন স্থানীয়রা। অভিযুক্ত গোপাল মণ্ডল বাড়ি ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ।ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীদের অবিভাবকরা।
অভিযুক্ত গোপাল মণ্ডল বলেন, “আমার বাড়ি ধূপগুড়ির ভেমটিয়ায়। আমি এখানে আমার বন্ধুর বাড়ি ঘুরতে এসেছিলাম। চারিদিক ঘুরে দেখছিলাম। তারপর ঘুরতে ঘুরতে স্কুলের সামনে আম গাছের গোড়ায় দাঁড়াই। সেখানে নিজের সেলফি তুলব বলে ফোন বার করি। তখন স্কুল ছুটি হয়। কয়েকটি মেয়ে এদিকে আসছিল। ভুল করে সেলফি না উঠে ওদের ফটো উঠে যায়। তখন ওরা এসে আমায় ঘেরাও করে এইসব বলতে থাকে। আমি কিছু করিনি। কোনো বাজে ভিডিও তুলিনি।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর