নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গ টেনে বাঙালিদের তীব্র অপমান করলেন বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অসম্মানজনক মন্তব্য করেন এই বিজেপি সাংসদ। যার জন্য তাকে ব্যাপক জনরোষের মধ্যে পরতে হয়। তৃণমূলের আইটি শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্য বিজেপি নেতাকে কটাক্ষ করায় বাধ্য হয়ে ট্যুইট করে ক্ষমাপ্রার্থনা করেন হেরাফেরি খ্যাত এই অভিনেতা।
বৃহস্পতিবার ভালসাদে বিজেপির হয়ে প্রচার করতে গিয়েছিলেন পরেশ রাওয়াল। সেখানে বক্তৃতা দিয়ে গিয়ে গ্যাসের দামের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে বলেন, “গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে। মূল্যবৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশেও রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, তখন কী করবেন? কমদামের গ্যাসে মাছ রান্না করে বাঙালিদের খাওয়াবেন?” এই মন্তব্যের পরেই তীব্র কটাক্ষের মুখে পরতে হয় বর্ষীয়ান অভিনেতাকে।
তৃণমূলের আইটি শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্য অভিনেতার মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “গ্যাসের দাম বাড়লে তার প্রভাব হিন্দু-মুসলিম সকলের উপরেই পরে। পরেশ রাওয়াল নিজে ও মাই গডের মতো সিনেমায় অভিনয় করেছেন। ধর্ম নিয়ে ব্যবসা করার প্রতিবাদ করেছেন সিনেমায়। সেই তিনি দু’টো ভোট পাওয়ার জন্য গুজরাতে গিয়ে এই ধরনের কথা বলছেন। এই কথাগুলি অত্যন্ত অসম্মানজনক।"
দেবাংশু আরও বলেছেন , "পরেশের মনে রাখা দরকার, বাংলাতেও তাঁর ছবি মুক্তি পায়। সেখানে তিনি বলছেন, কমদামে গ্যাস নিয়ে কি বাঙালিদের মাছ রান্না করে খাওয়াবেন? নাম না করে সকল বাঙালিকে অনুপ্রবেশকারী বলেছেন বিজেপি সাংসদ।”এই মন্তব্যের পরে ব্যাপক জনরোষের মধ্যে পরতে হয় পরেশ রাওয়ালকে।
জনতার আক্রোশের সম্মুখীন হলে ক্ষমা চাইতে বাধ্য হন জনপ্রিয় এই অভিনেতা । শুক্রবার সকালে একটি ট্যুইট করে তিনি বলেন, “মাছের কথাটি এখানে প্রাসঙ্গিক নয়। গুজরাতের মানুষও মাছ রান্না করে খান। বাঙালি জাতিকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। বাঙালি বলতে বেআইনি বাংলাদেশি ও রোহিঙ্গাদের কথা বোঝাতে চেয়েছি। তবে আমার কথায় কারোওর ভাবাবেগে আঘাত লাগলে ক্ষমা চাইছি।”
যদিও ইতিমধ্যেই এই নিয়ে ক্ষমা চেয়েছেন পরেশ রাওয়াল। তবুও তাঁর বিরুদ্ধে সরব রাজ্যের তৃণমূল ও সিপিএম নেতা মন্ত্রীরা। দেবাংশুর মত একই ভাবে এই অভিনেতার বক্তব্যের নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও৷ তিনি ট্যুইট করে বলেন, ‘‘আসলে কেমছো তাঁবেদারদের ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল না। আর বাঙালিদের মতো মাছ রান্না করার বিষয়টা আসলে বাঙালিদের মতো মেধা থাকা প্রয়োজন । ভারতের অন্য যে কোনও রাজ্যের তুলনায় বাংলাতেই নোবেল জয়ীর সংখ্যা সবথেকে বেশি ।’’
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন
নির্বাচনে হিরোর প্রাপ্ত ভোট ৫ হাজার ২৭৪