অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - ইলিশ মাছের ডিমকে আমরা অনেকেই অনেকরকমভাবে রান্না করে খাই। আবার কেউ কেউ ডিম ঝুরি ভাজা করে খায়। তাই আপনারা চাইলে ইলিশ মাছের ডিমকে কেক বানিয়েও খেতে পারেন। ইলিশ মাছের ডিম দিয়ে বানিয়ে নিন ইলিশ মাছের কেক। তাই দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি।
উপকরণ - ইলিশ মাছের ডিম বড় ৪ টুকরো, ময়দা ১ কাপ, মুরগির ডিম ২টি, বেকিং পাউডার ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ, দুধ ছোট কাপ, চিনি ২ চা-চামচ, লবণ আধা চা-চামচ(স্বাদ অনুযায়ী), তেল বা মাখন আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা লঙ্কা কুচি ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল-চামচ ও লেবুর রস ১ টেবিল-চামচ।
প্রণালী - প্রথমে তেল বা মাখন, চিনি, ছোট চা-চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো ও বেকিং পাউডার একসঙ্গে ফেটিয়ে নেবেন। তারপর মাখন ও চিনির সঙ্গে এক একটি করে মোট ২টি মুরগির ডিম ফেটিয়ে নেবেন।তারপর অল্প অল্প দুধ দিয়ে ফেটিয়ে ও ময়দা আলতোভাবে মিশিয়ে নেবেন। বেকিং কেকের পাত্রে সামান্য মাখন মেখে ময়দা ছড়িয়ে চারধারে বিছিয়ে দেবেন। এরপর তৈরি মিশ্রণটি এই পাত্রে ঢেলে সমানভাবে ছড়িয়ে দেবেন। তারপর এক চিমটি লবণ মাছের ডিমে মেখে কেকের মিশ্রণের ওপর পাশাপাশি বিছিয়ে দিয়ে লেবুর রস, পেঁয়াজ, লঙ্কা ও পুদিনাপাতা আবারও এক চিমটি লবণ দিয়ে মেখে নেবেন। ডিমের পাশে খালি জায়গা পেঁয়াজ ও লঙ্কার মিশ্রণ দিয়ে ঢেকে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রি-হিট ওভেনে ৪০ থেকে ৫০ মিনিট কেক বেক করে নিলেই তৈরী হয়ে যাবে ইলিশের ডিমের কেক।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে