নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ভোট পেরিয়ে গেছে তার কুড়ি দিন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে রীতিমতো ব্যালট লুট , ব্যালট বাক্স ছিনতাই , ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া, অথবা ব্যালট পেপার চিবিয়ে খাওয়ার মতো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র রাজ্যে। এবারে মাছ ধরতে গিয়ে জালে উঠলো ব্যালট বক্স।অবাস্তব হলেও এই ঘটনাই বাস্তব।ভোটের ২০ দিন পর উদ্ধার ব্যালট বক্স উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের বাজারগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথে। ইতিমধ্যেই ব্যালট বাক্স রয়েছে পুলিশি হেফাজতে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার বিকেলে ডালখোলা থানার আন্ধারিয়া গ্রামের বেলুয়ার কাছে খুদি পুকুর নামে একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল ফেলেন স্থানীয় এক মৎস্যজীবী। জালে টান দিতেই অনুভব করেন হয়তো বড় মাপের মাছ ধরা পরেছে জালে। আনন্দে জল থেকে জাল তুলতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় তাদের। মাছের বদলে রয়েছে একটি সিল করা বাক্স। বাক্স দেখেই জেলেরা বুঝতে পারেন বাক্সটি ভোটের ব্যালট বাক্স।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ব্যালট বাক্সটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।এদিকে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস, বিজেপি, সিপিএম প্রার্থীরা।
এই বিষয়ে বিডিও নিতীশ তামাং জানান , ' গোটা ব্লকে পাঁচটি বুথে পুর্ননির্বাচন হয়েছিল। তার মধ্যে বেলুয়ার ২৫ নম্বর বুথ ছিল। ভোটের দিন প্রিসাইডিং অফিসার অভিযোগ জানিয়েছিলেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরের ব্যালট বাক্সই কেউ ছিনতাই করে নিয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে তখন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু ব্যালট বাক্স পাওয়া যায়নি। পরে ১০ তারিখ তিনটি স্তরেই পুনর্নির্বাচন হয়েছিল। এখন যে ব্যালট বাক্স পাওয়া গিয়েছে, সেটি পুলিশকে জানানো হয়েছে। ব্যালট বাক্সটি এখন পুলিশের কাছে রয়েছে।’
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার