নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকাল ১২ ঘন্টা জেরায় পর গ্রেফতার হয়েছে কালীঘাটের কাকু। এরপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছে বাম-বিজেপি-কংগ্রেস। এরমধ্যেই গতকালের পর এদিন ফের তৃণমূল একেরপর এক কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় , কবিতার ভঙ্গিতে এদিন মমতা-অভিষেককে তীব্র কটাক্ষ করলেন তিনি। একইসঙ্গে সারদা মামলা নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে তুলধোনা করলেন শুভেন্দু।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজয়কৃষ্ণর গোটা ইতিহাস প্রকাশ করে শুভেন্দু বলেন,' ২০১৪ সাল থেকে এই কাকুর হাতে খড়ি হয়েছে। এর আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু। ওর হাত দিয়ে তৃণমূল যুবার রেজিস্ট্রেশন হয়। ভাইপোর কয়েকজন বন্ধু করন শর্মা, রোহিত আগারওয়াল, প্রতীক দেওয়ান সব ওনার সিন্ডিকেটের মধ্যে তৈরি। এই সান্টুর আরসিবিসি ক্লাবে হরি শর্মা নামে একজন , যাকে ইডি ডেকেছিল , তার এসএজজি গ্রুপেও ওনার টাকা ইনভেস্ট হয়েছিল। উনি দিল্লিতে একটা কালো মার্সিটিজ বেঞ্জ গাড়ি ব্যবহার করেন। দুটো সেক্টরে টাকা তোলা হত। একটা পুরুলিয়া, বাঁকুড়া এবং কয়লা, বালি, গরু ইত্যাদি মিলে এই টাকাটা বিনয় মিশ্র তুলতেন। কখনো কখনো তার ভাই বিকাশ মিশ্রও টাকা পৌঁছে দিত'।
এদিকে দুর্নীতি নিয়ে শুভেন্দু জানান,' কুন্তল-শান্তনু এই পুরো র্যাকেট চালাতো। প্রথমে বেহালাতে ডাম্পিং হতো , টাকা সেই টাকা ট্রান্সফার হতো সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে , তারপর কালীঘাটে ট্রান্সফার করতেন এই কাকু। মিস্টার রায় বলে একজন তোলাবাজ পিএ আছেন, তিনি এই গোটা টাকা রিসিভ করতেন। পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার। এরপরেই কবিতার ভঙ্গিতে কটাক্ষ করে শুভেন্দু বলেন,'কালীঘাটের ভদ্র কাকু লোকটি বড় জালি।ভাইপো তাহার অন্নদাতা সহায় পিসি জালি।
কুনালের সারদা মামলার মন্তব্যের ভিত্তিতে বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন,'এই চিঠিটা লিখিয়েছে সাড়ে তিন বছরের জেল খাটা মালটা। নর্দমার কীট বলি যাকে মুখেও নাম আনিনা। কবে লিখিয়েছে প্রেসিডেন্সি জেলে গিয়ে সেটাও আমি জানি। পয়লা ডিসেম্বর আমার পা ধরেছিল ভাইপো, প্রশান্ত কিশোর। সুদীপ আর সৌগত পা ধরেনি অনুরোধ করেছিল সিনিয়র লিডার তারা। ৩রা ডিসেম্বর চিঠিটা প্রকাশ করেছিল কাগজে। সেখানে আমাকে , সুজন চক্রবর্তী , অধীর চৌধুরীর নামে চিঠি লেখানো হয়। প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশীষ তিনি এই কান্ডটা করিয়েছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে। ওই মালটাকে মজা বুঝিয়ে দেবো আমি। মাধ্যমিক পাশ গামছা পরে পুরীতে বাস ধুতো।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে