সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে ।
পদ- মাইনিং শিরদার ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশরা মাইনিং শিরদার শিপ ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে আবেদনের যোগ্য । DGMS স্বীকৃত মাইনিং শিরদার সার্টিফিকেট থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর ।
মূলবেতন- প্রতিমাসে ৩১,৮৫২ টাকা ।
শূন্যপদ- ৭৭ টি ।
পদ- ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ)।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশরা ইলেক্ট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড ITI কোর্স পাশ করে থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর ।
মূলবেতন- প্রতিদিন ১,০৮৭ টাকা।
শূন্যপদ- ১২৬ টি ।
পদ- ডেপুটি সার্ভেয়র ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশরা মাইনিং সার্ভেয়র কোর্স পাশ সার্টিফিকেট থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর ।
মূলবেতন- প্রতিমাসে ৩১,৮৫২ টাকা ।
শূন্যপদ- ২০ টি ।
পদ- অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশরা থাকলে আবেদনের যোগ্য । মাইনিংয়ে ইলেকট্রিক্যাল সুপারভাইজর সার্টিফিকেট থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর ।
মূলবেতন- প্রতিমাসে ৩১,৮৫২ টাকা ।
শূন্যপদ- ১০৭ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে https://www.centralcoalfields.in এই ওয়েবসাইটে ১৯.০৪.২০২৩ তারিখের মধ্যে ।
বিশদে জানতে- https://www.centralcoalfields.in এই ওয়েবসাইট দেখুন ।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক