কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ASC সাউথ ২ বিভাগে MTS / কুক / ড্রাইভার / সিভিলিয়ন ক্যাটারিং ইন্সট্রাক্টর / ফায়ারম্যান পদে ৪০২ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।
পদ- সিভিলিয়ন ক্যাটারিং ইন্সট্রাক্টর ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ক্যাটারিং নিয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৯,০০০ টাকা ।
শূন্যপদ- ৩৩ টি ।
পদ- ক্যাম্প গার্ড ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা ।
শূন্যপদ- ১৯ টি ।
পদ- কুক ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ভারতীয় রান্নার কাজে দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
মূল বেতন- প্রতিমাসে ১৯,০০০ টাকা ।
শূন্যপদ- ১৬ টি ।
পদ- ফায়ারম্যান ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ফায়ার ফাইটিং এর কাজে দক্ষতা থাকলে আবেদনের যোগ্য । ফায়ার ফাইটিং এর এলিমেন্টারি কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা ।
শূন্যপদ- ৫৯ টি ।
পদ- MTS (চৌকিদার) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা ।
শূন্যপদ- ১২৮ টি ।
পদ- MTS(মালী) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা ।
শূন্যপদ- ১ টি ।
পদ- MTS(ম্যাসেঞ্জার / রেনো অপারেটর) ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা ।
শূন্যপদ- ৪ টি ।
পদ- সিভিলিয়ন মোটর ড্রাইভার ।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকলে আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
মূল বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা ।
শূন্যপদ- ১৫৩ টি ।
বয়স- বয়স হতে হবে মোটর সিভিলিয়ন ড্রাইভাররের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ও বাকি পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ১৫.০৭.২০২২ তারিখের মধ্যে । আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন https://indianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে । পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে পাঠিয়ে দেবেন এই ঠিকানায় – The Presiding Officer, Civilion Director Recruitment Board, CHQ, ASC Centre (North) 1 ATC, Agram Post, Bangalore- 7 (সিভিলিয়ন মোটর ড্রাইভার ও ফায়ারম্যান পদের জন্য)
বাকি পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায়- The Presiding Officer, Civilion Director Recruitment Board, CHQ, ASC Centre (South) 2 ATC, Agram Post, Bangalore- 7
খামের ওপরে লিখবেন- Application for the post of…………
বিশদে জানতে-https://indianarmy.nic.in এই ওয়েবসাইট দেখুন ।
যে কোনও সরকারী, আধা সরকারী ও বে সরকারী চাকরির খবর সবার আগে বিস্তারিত জানতে ডাউনলোড করুন https://play.google.com/store/apps/details?id=com.amritobazar অ্যাপ ।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন