কাস্ট সার্টিফিকেটে সরগরম মালদা

মার্চ ২৬, ২০২১ দুপুর ১০:৪৫ IST
605d6a54a0d29_WhatsApp Image 2021-03-26 at 10.29.01

নিজস্ব প্রতিনিধি, মালদহ - এক প্রার্থীর দুই কাস্ট সার্টিফিকেট, এই নিয়ে বিতর্কের ঝড় মালদায়। মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে দুরকম কাস্ট সার্টিফিকেটের অভিযোগ করলেন তারই দলের এক কর্মী। নির্বাচন কমিশনের জেলা আধিকারিকের দফতরে এই মর্মে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতা উৎপল কুমার হালদারের অভিযোগ ওই বিজেপি প্রার্থীর দুরকম কাস্ট সার্টিফিকেট রয়েছে। উৎপল বাবু জানিয়েছেন, “ আগে ওঁর ওবিসি সার্টিফিকেট ছিল। পরে এসসি সার্টিফিকেট বের করেন। একজন কিভাবে দুটি সার্টিফিকেট রাখতে পারেন! উনি দুর্নীতিপরায়ণ বলেই সরব হয়েছি”।

অভিযোগ অস্বীকার করে গোপাল বাবুর মন্তব্য, “আমার শুধু এসসি সার্টিফিকেট আছে, ওবিসি নেই। কংগ্রেস ও তৃণমূলের ইন্ধনে এই অভিযোগ আনা হয়েছে”। অন্যদিকে কংগ্রেস ও তৃণমূলের দাবী, এই ঘটনার সঙ্গে তাদের কোন যোগ নেই। মালদার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ভুপেন্দ্রনাথ হালদার জানিয়েছেন, "এর পিছনে আমাদের কোনও মদত নেই। ওদের দলের নেতাই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন বুঝবে”

অন্যদিকে মালদার জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর দুলাল সরকারের বক্তব্য, “তৃণমূল ইন্ধন দেওয়ার কাজ করেনা”। বিজেপির জেলা সভাপতির দাবী, "অভিযোগ ভিত্তিহীন। যিনি অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে”। নির্বাচন আধিকারিক দফতর সূত্রের দাবী, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।  

ভিডিয়ো

Kitchen accessories online