নিজস্ব প্রতিনিধি, মালদহ - কালিয়াচকের শেরশাহীতে পৌঁছে উত্তরপ্রদেশের বারাণসীতে আবাসনের ছাদ ভেঙে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থের চেকও তুলে দিলেন। সেইসঙ্গে পরিবারগুলির আর্থিক স্বনির্ভরতার বিষয়ে সাহায্যের আশ্বাসও দেন ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তৃনমূল সাংসদ মৌসুম নূর।
মুখ্যমন্ত্রীর নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেন।
বারাণসীর দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'যে রাজ্যে করোনার মৃতদেহ নদীতে ভাসানো হয়। সেখান থেকে মৃতদেহ এসেছে, সেই জন্যই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বারাণসীতে কাজের সূত্রে গিয়েছিলেন কালিয়াচকের ৮ শ্রমিক। নির্মিয়মাণ কাশী বিশ্বনাথ করিডোরের কাছেই একটি জরাজীর্ণ ভবনে সকলে মিলে থাকছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ সেই ভবন আচমকা ভেঙে পড়লে মর্মান্তিকভাবে মৃত্যু হয় মালদার কালিয়াচকের ২ শ্রমিকের। গুরুতর আহত ৬ শ্রমিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম এবাদুল মোমিন (২৭) ও আমিনুল মোমিন (৪০)। তাঁদের দুজনের বাড়ি কালিয়াচকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী শেরশাহীর রন্নুচকে। আহত ৬ শ্রমিকের বাড়ি মালদাতেই। আহতদের নাম এমরাজ মোমিন (১৮), আরিফ মোমিন (১৯), সায়েদ আক্তার(১৮), আরিফ মোমিন(১৯), হাকিম খাঁন (১৮), আব্দুল জব্বার( ১৯)। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।
মৃত শ্রমিক এবাদুল মোমিনের বাবা কলিমুদ্দিন মোমিন বলেন, ‘এখান থেকে ১০ জনের দল যায়। গত দশদিন আগে রওনা দেয়। লকডাউনের ফাঁকে মৃত এবং আহতদের বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করছে সেখানের শ্রমিকরা। সূত্রের খবর, মৃতদের পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ৩ লক্ষ করে এবং মন্দির কমিটি থেকে ২ লক্ষ মোট ৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ