মালদহ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতিতে স্টাফ নার্স ও টেকনিশিয়ান পদে ২৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে ।
পদ- ল্যাবরেটরি টেকনিশিয়ান ।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স / কেমিস্ট্রি / বায়োলজি / অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মেডিক্যাল ল্যাব টেকনোলজি নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে২২,০০০ টাকা ।
শূন্যপদ- ৮ টি ।
পদ- স্টাফ নার্স ।
শিক্ষাগত যোগ্যতা- GNM কোর্স পাশরা INC এবং B.Sc কোর্স পাশরা SNC তে রেজিস্ট্রেশন থাকলে আবেদনের যোগ্য ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে১৩,০০০ টাকা ।
শূন্যপদ- ৬ টি ।
পদ- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট - আরবান (NUHM) ।
শিক্ষাগত যোগ্যতা- SNC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM / GNM কোর্স পাশরা আবেদনের যোগ্য । SNC তে রেজিট্রেশন থাকা / বাংলা ভাষায় দক্ষতা থাকা ও মালদহ জেলার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে১৩,০০০ টাকা ।
শূন্যপদ- ৫ টি ।
পদ- ব্লক ডাটা ম্যানেজার ।
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে MS অফিস / পাওয়ার পয়েন্ট / এক্সেল / অ্যাকসেস / ইন্টারনেটের কাজে জ্ঞান থাকলে আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে২২,০০০ টাকা ।
শূন্যপদ- ৪ টি ।
পদ- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ।
শিক্ষাগত যোগ্যতা- লাইফ সায়েন্স B.Sc কোর্স পাশরা ম্যানেজমেন্ট নিয়ে পোষ্ট গ্র্যাজুয়েট / ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য । MS অফিস এর কাজে জ্ঞান থাকলে আবেদনের যোগ্য । সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ।
বয়স- বয়স হতে হবে ০১.০১.২০২২ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে ।
মূল বেতন- প্রতিমাসে৩৫,০০০ টাকা ।
শূন্যপদ- ৪ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ২০.০৭.২০২২ তারিখের মধ্যে । আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন www.wbhealth.gov.in অথবা www.malda.gov.in এই অয়েবসাইট থেকে । পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় – The Secretary, District Health & Family Welfare Samity & Chief Medical Officer of Health, Malda, P.O. – Jhaljhalia (J.R.C), District Malda, Pin- 732102.
বিশদে জানতে- www.wbhealth.gov.in অথবা www.malda.gov.in এই অয়েবসাইট দেখুন ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।