নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের প্রেমের লড়াইয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিকা। তবে এই প্রেম কাহিনী আর পাঁচটা সাধারণ কাহিনীর মত নয়। এই প্রেম কাহিনীতে প্রেমিক হলেন খোদ প্রেমিকার মামা !মামার সঙ্গে দীর্ঘ কয়েক বছর গভীর সম্পর্কের জেরেই ধর্ণায় বসল ভাগ্নি। এই আশ্চর্য ধর্নার ঘটনা ঘটল কোচবিহার ২ নং ব্লকের মরিচবাড়ি এলাকায়। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক বছরে বেশি সময় ধরে মামার সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই এই ধর্নায় বসার ঘটনা ঘটিয়েছে যুবতী। প্রায় তিন দিন সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় পরেও ধর্নায় বসা যুবতীর কোন সুরাহা না হওয়ায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্তমানে ওই অভিযুক্ত প্রেমিক মামা পলাতক অবস্থায় রয়েছেন। সেই প্রেমিক মামার বাড়ির সামনে ধর্না অব্যাহত রেখেছে ওই যুবতী। তবে গোটা এই ধর্নার বিষয় নিয়ে কোন প্রকারের মুখ খুলতে রাজি হননি জনৈক ওই প্রেমিকের পরিবারের মানুষেরা।
তবে আজ স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন প্রেমিকের পরিবারের মানুষেরা। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধর্নারত ওই যুবতীর সঙ্গে কথাও বলেন। তবে গোটা ঘটনার কোন লিখিত অভিযোগ জমা না পরার কারণে পুলিশ কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এখনোও পর্যন্ত। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে এলাকায় আবারোও কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।
এই বিষয়ে ধর্নারত ওই যুবতী জানান, "দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে প্রেমিক মামার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদের দুজনের মধ্যে। প্রেমিক সম্পর্কে তার মামা হয়। দুজনের বাড়ি পাশাপাশি দুই গ্রামে। আগে প্রেমিক তাকে বিয়ে করতে রাজি থাকলেও, বর্তমানে বিয়ে করতে পরিষ্কার অস্বীকার করে অভিযুক্ত ওই প্রেমিক। তাই সে কোন পথ না পেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নাতে বসেছে। যতক্ষণ না পর্যন্ত তাকে মেনে না নেওয়া হয়। ততক্ষন পর্যন্ত সে এই ধর্না অব্যাহত রাখবে।"
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
রোগ চিহ্নিত করতে জেলার সাতটি ব্লক ও তিনটি পৌরসভা মিলিয়ে ২০ টি জায়গায় শুরু হয়েছে সমীক্ষা
কনভয়ের সামান্য ক্ষতি হলেও সম্পূর্ণ সুস্থ আছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে , কি কারণে আগুন তদন্ত করছে দমকল
অভিষেকের বিরুদ্ধে যে যে অভিযোগ ইডি করছে , তার প্রেক্ষিতে কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি , তাই এখনই অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় , নির্দেশ বিচারপতির
একনজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তৃণমূল ১৫ বছরে যেই কাজ করতে পারেনি , এলাকাবাসী এসে আমাকে সেই সমস্যা মিটিয়ে দিতে বলেছে , দাবি বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির
ধৈর্য ধরুন , ইন্টারেস্টিং দিকে এগোচ্ছে রাজনীতি , দাবি কৌস্তভ বাগচীর
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম নিম্নমুখী
রেজিস্ট্রেশনে তথ্য ভুল হলে কোনো ভাবেই অভিভাবক বা পড়ুয়াদের থেকে সংশোধনের জন্য ফি নেওয়া যাবে না , নির্দেশ বোর্ডের