মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দেয় না

মার্চ ৩১, ২০২১ বিকাল ০৫:২৬ IST
6064517e7b391_WhatsApp Image 2021-03-31 at 16.07.50

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার – বুধবার মাদারীহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজেশ লাখরার সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

জনসভায় উপস্থিত ছিলেন তুষার চক্রবর্তী, জোহর মজুমদার, দিপিকা রায়, বাবলু কর, সঞ্জয় লামা, ধ্রুব দাস সহ আরও অনেক ব্যক্তি বিশেষ। 

এদিন জনগণের উদ্দেশে তিনি বলেন, “বিজেপির জঙ্গলায় পা দেবেন না। এরা খালি বড়ো বড়ো কথা বলে, কাজে কিচ্ছু করে না। শুধু মানুষে মানুষে বিভাজন করে”।  

         

ভিডিয়ো

Kitchen accessories online