নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর - বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মেদিনীপুরের কেশিয়ারীতে নির্বাচনী জনসভা করেন।
এই জনসভায় তিনি কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন “কেন্দ্রের বিজেপি সরকার দুর্নীতির সরকার দুঃশাসনের সরকার। তিনি বলেন এখানকার এম পি ২ বছরে কোনও কাজ করেনি”।
তিনি বিজেপিকে দাঙ্গাকারী লুঠেরাদের দল বলে কটাক্ষ করে বলেন “বিজেপি বহিরাগত গুন্ডা এনে ভয় দেখাচ্ছে। ভোট লুথ করতে চাইছে। বহিরাগতরা বাংলা চালাবেনা। বাংলার মানুষ বাংলা চালাবে। টাকা দিয়ে ভোট কেনা যায়না। তিনি আরও বলেন “বিজেপি আদিবাসিদের জমি দখল করতে গিয়ে ঝাড়খণ্ডে হেরে গেছে”।
তিনি বলেন “বিজেপি আমাদের স্লোগান চুরি করেছে পরিবর্তন আমাদের স্লোগান বিজেপির নিজের মাথা থেকে কিছু বেরোই না” ।