বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিলেন মমতা ব্যানার্জী

মার্চ ২৪, ২০২১ দুপুর ০১:০৬ IST
605aeba7edad4_VideoCapture_20210324-124314

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী বুধবার দুর্গাপুর থেকে রওনা দিলেন বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়ায় তিনটি সভা এবং রোড শো করার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো। 

গত ২১ তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে থাকছিলেন। সেখান থেকেই জেলা সফর করছিলেন তিনি। সেখানে তিনি ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কড়া নজরদারীতে। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এদিন দুর্গাপুর সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে গান্ধী মোড় সংলগ্ন হেলিপ্যাড গ্রাউন্ড পর্যন্ত হুইলচেয়ারে করেই যেতে দেখা যায়। 

মুখমন্ত্রীর এই যাত্রাপথে তৃণমূল-কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল। কখনো "খেলা হবে" শ্লোগান তো আবার কখনো "বাংলা নিজের মেয়েকে চায়" স্লোগানে মমতা ব্যানার্জীকে স্বাগত জানান তারা।

ভিডিয়ো