নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - নন্দীগ্রামের ভোট পর্ব সেরে শুক্রবার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে যান তৃণমূল নেত্রী। কোচবিহারের দিনহাটায় এ দিন জনসভা করেন মমতা।
এই জনসভায় মমতা নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “নির্বাচন কমিশন-এর প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি ইলেকশন কমিশন বিজেপির হোম মিনিস্টার চালাচ্ছে।" এরপর কেন্দ্রীয় বাহিনীকে উদ্দেশ্য করে মমতা বলেন, “কেন্দ্রীয় বাহিনী আমার সম্মানীয়। ওনারা দেশের রক্ষাকবচ। ওনাদের কোনও দোষ নেই। ওনাদের কাছে যা অর্ডার আসছে ওনারা তাই করছে। তবুও আমি কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করব নিজেদের সম্মান বিজেপির পায়ে বিলিয়ে দেবেন না।”