নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আর তাতেই আপত্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ ইস্যুতে কেন্দ্র-রাজ্য তরজার মাঝেই দিল্লি সফর করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।
আগামী সপ্তাহে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বেশ কিছু বিষয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার একটি উচ্চ-পর্যায়ের সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে তিনি রাজ্যের পাওনা এবং বিএসএফের বর্ধিত এখতিয়ারের মতো বিষয় নিয়ে আলোচনা করবেন।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ২২ নভেম্বর দিল্লি যাবেন এবং ২৫ শে নভেম্বর কলকাতায় ফিরবেন। নয়াদিল্লিতে তার তিন দিনের সফরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসের দিল্লি সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দু'মাস অন্তর একবার করে দিল্লি সফর করবেন তিনি।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী