নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সম্প্রতি একের পর এক ধর্ষণ ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এবার ধর্ষণ ঘটনার বিষয়ে বেশ কিছু মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন নবান্ন বৈঠকে মমতা ব্যানার্জি জানিয়েছেন,' আজকাল কোন একটা ঘটনা ঘটলেই সকলে ধর্ষণের নাম দিয়ে দিচ্ছে। আগে সেই ঘটনা যাচাই করতে হবে তারপর পুলিশের তদন্ত হবে। এছাড়াও একটি প্রাইমারি রিপোর্ট তৈরি করতে হবে। এইসব কাজ করতে অন্তত কিছু সময় লাগে। এ ছাড়াও বেশকিছু ঘটনা রয়েছে যেগুলো ফরেন্সিকের উপর নির্ভর করে। সেক্ষেত্রে কোনরকম মিডিয়া ট্রায়াল ও পুলিশের প্রাইমারি রিপোর্ট ছাড়াই কোন কেস ফাইল হলেই সকলের ধর্ষণের নাম দিয়ে দিচ্ছে'।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন,' আমাদের রাজ্যে গণতন্ত্র বেশি রয়েছে বলে এখানে ডায়েরি ও কমপ্লেন লজ হয় কিন্তু উত্তরপ্রদেশের সেই কমপ্লেন লজ হতে দেয় না। রাজস্থান ও মধ্যপ্রদেশেও একই অবস্থা। সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো তদন্ত ছাড়া সেই ঘটনা আসলে কী ঘটেছে সেটা হঠাৎ করে বলে দেওয়া যায় না'।
আবার সংবাদমাধ্যমগুলোকে এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,'এখন কোন মামলা দায়ের হলেই সেগুলিকে ধর্ষণ বলে টেলিকাস্ট করছে বেশ কিছু নিউজ চ্যানেল। আগে দর্শনের জন্য চ্যানেল চলতো, এখন ধর্ষণের জন্য চ্যানেল চলে'।
মুখ্যমন্ত্র আরও বলেছেন,' সকল সংবাদ মাধ্যমগুলির স্বাধীনতা রয়েছে নিউজ টেলিকাস্ট করার। কিন্তু এমন বেশ কিছু সংবাদ চ্যানেল রয়েছে যারা টিআরপি বাড়ানোর জন্য নির্যাতিতার নাম সহ তার পরিবারের পুরো তথ্য প্রকাশ্যে নিয়ে আসছেন। এছাড়া এই বিষয়ে এমন কিছু নেতা-নেত্রী রয়েছে যারা কোনো বিধিনিষেধ না মেনে বেলাগাম হয়ে বলে যাচ্ছে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাই সকলকে মনে রাখতে হবে টিআরপি বাড়ানোর জন্য এমন কিছু যাতে না করে আগামী দিনে আমাদের ধাক্কা খেতে হয়। আমার ধাক্কা খাওয়ার কোনো কারণ নেই, আমি আমার মতো করে ব্যবস্থা গ্রহণ করি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি এরকম ভুল সংবাদ দেখাবেন না। কারণ একটা নিউজের উপর ভিত্তি করেই আমি অ্যাকশন নিই। তাই সেই খবরটা যদি ভুল হয় তাহলে অ্যাকশনের বদলে রিঅ্যাকশন হয়ে যাবে। আবার অনেকের কমপ্লেইন করার হ্যাবিট রয়েছে। কিন্তু আমরা কোন রাজনৈতিক রঙ না দেখে নিরপেক্ষ অ্যাকশন নিই।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন