অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - মেয়েদের সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। কিন্তু সেই লিপস্টিক যদি মানানসই না হয় তবে মেয়েদের মনে হয় অশান্তির সৃষ্টি। তাই অশান্তি দূর করে শান্তি আনতে দেখে নিতে পারেন মানানসই লিপস্টিক কেনার সহজ পদ্ধতি -
পদ্ধতি - বাজারে বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যায় তাই দেখে নিতে পারেন লিপস্টিক কেনার এই পদ্ধতি -
ক্রিমি লিপস্টিক - যাদের ঠোঁট ছোট ও পাতলা তারা এই ধরনের লিপস্টিক লাগাতে পারেন। ক্রিম থাকায় এই লিপস্টিকে ঠোঁট অনেক ভরাট দেখায় তার সঙ্গে এই লিপস্টিক ঠোঁটের শুষ্কভাবও কাটিয়ে দেয়। যেকোনো সাজে যেকোনও সময়ই মানাবে এই ক্রিমি লিপস্টিক।
স্যাটিন ফিনিশ বা শিয়ার লিপস্টিক - এই লিপস্টিকে আবার অয়েল কনটেন্ট অনেক বেশি। তাই ঝলমলে গ্লসি লুক পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এই লিপস্টিক। তবে এই লিপস্টিক যা রং দেখায় ঠোঁটে কিন্তু তার থেকে অনেক বেশি গাঢ় হয়ে যায়। এই লিপস্টিকও ঠোঁটের শুষ্কভাব কাটিয়ে দেয়। তবে এই লিপস্টিক দিনের বেলায় এড়িয়ে যাওয়াই ভালো।
ম্যাট লিপস্টিক - এই লিপস্টিক যার ঠোঁট যেমন তেমন টেক্সচারই দেখায়। তবে যাদের ঠোঁট খুব ফাটে বা শুষ্ক তাদের এই লিপস্টিক এড়িয়ে চলাই ভালো। ম্যাট লিপস্টিক লাগালে উপরে লিপবামও লাগাতে পারেন। তবে এই লিপস্টিকের স্থায়িত্ব অনেক বেশি তাই সারাদিনের অনুষ্ঠান বা স্পেশাল অকেশনের জন্য এই লিপস্টিক খুবই ভালো।
ট্রান্সফাররেজিস্ট্যান্ট লিপস্টিক - অনেকে অফিস বা ক্লাসের উদ্দেশ্যে সকালে বের হয়ে রাতে বাড়ি ফেরেন । আর এই লিপস্টিক তাদের জন্য একেবারে আদর্শ। এই লিপস্টিক সকাল থেকে রাত পর্যন্ত একইরকম থাকে, এমনকি জলেও উঠে না। এই লিপস্টিক তোলার জন্য সলিউশন পাওয়া যায়। তেল কিংবা ময়েশ্চারাইজার দিয়েও তুলতে পারেন এই লিপস্টিক। এই লিপস্টিকে ময়েশ্চারাইজার কনটেন্টও স্বাভাবিক থাকে, ফলে ঠোঁটও শুষ্ক হয় না।
ফ্রস্টেড লিপস্টিক - এই লিপস্টিক খুব হালকা হয়। এই লিপস্টিক স্পার্কেল করে। তবে এই লিপস্টিক ঠোঁটও শুষ্ক করে না। দিনের যে কোনওও সময়ই ব্যবহার করতে পারেন এই লিপস্টিক।
লিপস্টিক কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলো, তাহলেই দেখবেন আপনার ঠোঁটও হয়ে উঠবে নজর কাড়া, আকর্ষণীয়।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা