নিজস্ব প্রতিনিধি , কলকাতা – প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্ট করার মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন দুপুর ২টোর মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শিক্ষক নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত কতটা এগলো তা নিয়ে রিপোর্ট চেয়েছেন তিনি। সেইসঙ্গে এই মামলায় সুপ্রিমকোর্ট মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেও জিজ্ঞাসাবাদে কোনও বিধিনিষেধ আরোপ করেনি সে কথাও উল্লেখ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর , শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট করার অভিযোগও ওঠে। ২০১৪ সালের ওএমআর শিট কার নির্দেশে কী ভাবে নষ্ট করা হয়েছিল তা জানিয়ে মানিককে হলফনামা জমা দিতে বলে আদালত। কিন্তু আদালতের কাছে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি মানিক।
এরপর আদালত তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত মানিক ভট্টাচার্য। এরপর এই মামলায় মানিকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, শীর্ষ আদালত গ্রেফতারিতে না করলেও তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি।
সেই কারণেই সিবিআই-র কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআরশিট কীভাবে নষ্ট এবং রি-সাইকেল হল, এই বিষয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই তদন্ত প্রক্রিয়া আচমকা কেন বন্ধ হল তা নিয়েই সোমবার প্রশ্ন তোলেন বিচারপতি। সেইসঙ্গে এদিন সিবিআই রিপোর্ট দেখেতে চেয়েছেন বিচারপতি। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।
প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতি কাণ্ডে মানিক ভট্টাচার্যর পর তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্য গ্রেফতার হয়। অগস্ট মাসে নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপার জামিন মঞ্জুর করেছিল আলাদত। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড দিয়ে জামিন পেয়েছিলেন। তবে, জামিনের বিনিময়ে একাধিক শর্ত চাপিয়ে দিয়েছে আদালত। তার পাসপোর্ট জমা রাখা হয়েছে। বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি আছে আদালতের। ছেলে শৌভিক এখনও জামিন পাননি। সদ্য খারিজ হয়েছে তার জামিনের জন্য করা আবেদন।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে