নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - সময়সূচি প্রকাশিত না হলেও ঘনিয়ে এসেছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের ভিটে মাটি শক্ত করতে ফের প্রস্তুত। তবে একসময়ে সিপিএমের পুরনো ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কেশপুর অঞ্চল , যা ২০১১সালে পালাবদলের পরে যেন একেবারে ধুয়ে মুয়ে মুছে গেছে। এবারে ফের নিজেদের ভিটেমাটি ফেরত পেতে প্রস্তুতি শুরু করেছে সিপিএম , যদিও ভিটে ছাড়তে নারাজ তৃণমূল। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
এই আবহে পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের লাভ ঘরে তুলতে চাইছে বামেরা। সেকথা কার্যত স্পষ্টও করেছেন সিপিএমের কেশপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সৈয়দ নিয়ামত হোসেন।
তিনি বলেন, 'মানুষ আমাদের চাইছে । যার ভোট তিনিই দিতে পারলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বও তৃণমূলের পতনের কারণ।' এছাড়াও আগামী পঞ্চায়েত ভোটে কেশপুরে সব আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম। এই নিয়েও সম্পাদক সৈয়দ নিয়ামত হোসেন বলেন, 'সব জায়গাতেই আমরা প্রার্থী দেব। আমরা প্রস্তুত। দিন ঘোষণার অপেক্ষায় আছি।'
যদিও সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল বিধায়ক শিউলি সাহা বলেন, 'সিপিএম তো ছিল এক কালে। অত্যাচার করেছে। আর এখন শূন্য। শুধু কেশপুর কেন, গোটা বাংলা জুড়ে কোথায় কোথায় নমিনেশন করার স্বপ্ন দেখছে দেখুক। যদি লোক না পায় তখন আমাকে বলবে আমি সাপোর্ট দেব।'
প্রসঙ্গত , এক সময়ের বাম দুর্গ কেশপুর। কিন্তু, গত পঞ্চায়েত ভোটে সেখানে সব আসনে প্রার্থীই দিতে পারেনি সিপিএম। ২০১৮ সালে কেশপুরের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের ৩০৫টি আসনের মধ্যে ১০৬টিতে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএম। পঞ্চায়েত সমিতির ৪৫ আসনের মধ্যে ২৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি আসনও জিততে পারেনি তারা।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
রোগ চিহ্নিত করতে জেলার সাতটি ব্লক ও তিনটি পৌরসভা মিলিয়ে ২০ টি জায়গায় শুরু হয়েছে সমীক্ষা
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ